TRENDING:

Soap Use Beyond the Shower: স্নানের সময় শরীর পরিষ্কার ছাড়া আর কোন কাজে লাগে সাবান? কখনও ভেবেছেন? এই ব্যবহারগুলি জানলে আপনি জিনিয়াস!

Last Updated:
Soap Use Beyond the Shower: সাবান বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবং এটি আমাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। পরিষ্কার-পরিচ্ছন্নতার বাইরে আর কোন কোন কাজে লাগে সাবান? আপনি জানেন?
advertisement
1/12
স্নানের সময় ছাড়া আর কোন কাজে লাগে সাবান? কখনও ভেবেছেন? এই ব্যবহার জানলে আপনি জিনিয়াস!
সাবান, স্নানের সময় অপরিহার্য এক জিনিস। যুগ যুগ ধরে হাত-পা-শরীরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সাবানের ব্যবহার হয়ে আসছে।
advertisement
2/12
স্নানের সময় শরীর পরিষ্কার বাদে আর কি কোনও কাজে সাবান লাগে?
advertisement
3/12
সাবান প্রধানত পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয়। এটি হাত ধোয়া, স্নান এবং বিভিন্ন জিনিস পরিষ্কার করার কাজে লাগে। সাবান টেক্সটাইল শিল্পে লুব্রিকেন্ট হিসেবেও ব্যবহৃত হয়। এটি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার জন্য অপরিহার্য।
advertisement
4/12
সাবান থালা-বাসন, কাপড়, এবং অন্যান্য জিনিস পরিষ্কার করতে ব্যবহার করা হয়। এটি ঘরোয়া কাজে একটি গুরুত্বপূর্ণ উপাদান।
advertisement
5/12
সাবান তৈরিতে তেল, চর্বি এবং ক্ষার ব্যবহার করা হয়। এটি বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এবং এটি আমাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। তাহলে বিষয়টা দাঁড়াল যে, মূলত পরিষ্কার করার কাজেই এর ব্যবহার।
advertisement
6/12
এর বাইরে আর কোন কোন কাজে লাগে সাবান? এই কাজগুলির কথা আপনি জানল সত্যিই আপনি জিনিয়াস। মিলিয়ে দেখুন তো...
advertisement
7/12
সাবানের গন্ধে ইঁদুর পালায়। আপনার ঘরের যে যে অংশে ইঁদুরের যাতায়াত, সেখানে যদি আপনি কড়া গন্ধযুক্ত সাবান রেখে দেন তাহলে তা ইঁদুরকে ঘর থেকে তাড়াতে কাজে লাগবে।
advertisement
8/12
বিশেষ করে ডিওডোরেন্ট সাবান যেগুলি সেই গন্ধে ইঁদুর পালায়। তবে ৪ থেকে ৬ সপ্তাহ পর সেই সাবান বদলে দিতে হবে, কারণ গন্ধ উবে যায়।
advertisement
9/12
আপনার জিমে নিয়ে যাওয়ার ব্যাগে এক টুকরো সাবান রেখে দিন। দেখবেন, ভিতরে কী সুন্দর রিফ্রেশিং গন্ধ হয়ে থাকবে। তোয়ালে, জামা সবেতেই থাকবে সেই গন্ধ। ডিওডোরেন্টের গন্ধের থেকেও এর কার্যকারিতা অনেক বেশি সময়ের।
advertisement
10/12
আলমারি, ড্রয়ার বা কাপবোর্ডের ভিতরেও কড়া গন্ধযুক্ত সাবান টুকরো করে রেখে দিতে পারেন। সমস্ত জামাকাপড়ে থাকবে সুগন্ধ। আলমারি খুললে আপনার নাকেও আসবে। সাবান গলে গিয়ে ন্যাপথলিনের মতো কাপড় নষ্টও করবে না।
advertisement
11/12
বাথরুমের আয়নায় জলের দাগ তোলার কাজেও দারুণ কাজে লাগে গোটা সাবান। সেই দাগের উপর সাবানের টুকরো বুলিয়ে ধুলে পরিষ্কার হবে কাচ।
advertisement
12/12
আপনার গাড়িতেও আপনি মোজা-জুতোর পচা ভ্যাঁপসা গন্ধ তাড়াতে সাবানের টুকরো ব্যবহার করতে পারেন। সামনের সিটের মাঝে বা দরজার ক্যাবিনেটে রাখতে পারেন সাবানের টুকরো।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Soap Use Beyond the Shower: স্নানের সময় শরীর পরিষ্কার ছাড়া আর কোন কাজে লাগে সাবান? কখনও ভেবেছেন? এই ব্যবহারগুলি জানলে আপনি জিনিয়াস!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল