Benefits of Soaked Nuts: কাঁচা না ভেজানো? কোন অবস্থায় খেলে বাদাম বেশি উপকারী? জানুন সত্যিটা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of Soaked Nuts: বাদাম খেতে আমরা অনেকেই ভালবাসি
advertisement
1/6

বাদাম খেতে আমরা অনেকেই ভালবাসি৷ কিন্তু রান্নায় সরাসরি ব্যবহার করা বাদাম, শুকনো বাদামের তুলনায় ভেজানো বাদাম অনেক বেশি উপকারী৷
advertisement
2/6
পুষ্টিবিদ নমামি আগরওয়াল মনে করেন একমুঠো বাদাম যদি রাতভর ভিজিয়ে রাখার পর খাওয়া হয়, তাহলে একাধিক উপকারিতা মেলে৷
advertisement
3/6
ভেজানো বাদাম সকালে খালি পেটে খেলে অ্যান্টি নিউট্রিয়েন্টের অংশ দুর্বল হয়ে পড়ে৷ শরীরে খনিজ সংশ্লেষ বৃদ্ধি পায়৷
advertisement
4/6
ভেজানো থাকলে বাদামের স্বাদ বৃদ্ধি পায় অনেকাংশে৷ অতি সহজেই বিভিন্ন রেসিপিতে ব্যবহার করা যায়৷
advertisement
5/6
বাদামে নানা রকমের প্রাকৃতিক উপাদান ও ফাইটিক অ্যাসিড থাকে৷ এই উপাদানগুলির জেরে বাদাম পরিপাক করতে অনেক সময় অসুবিধে হয়৷ ভেজানো বাদাম খেলে এই উপাদানগুলি স্তিমিত হয়৷ সুবিধে হয় পরিপাকে৷
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Soaked Nuts: কাঁচা না ভেজানো? কোন অবস্থায় খেলে বাদাম বেশি উপকারী? জানুন সত্যিটা