SnanYatra 2023: রবিবার জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা, জানুন কীভাবে এই পুণ্যতিথি পালিত হয় পুরীতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
SnanYatra 2023: বহু প্রাচীনকাল থেকেই পুরীতে পালিত হয়ে আসছে এই রীতি। জ্যৈষ্ঠের খরতাপ প্রতিহত করতেই আয়োজিত ও উদযাপিত হয় স্নানযাত্রা। এই তিথি পরিচিত দেব স্নানযাত্রা নামেও।
advertisement
1/6

রবিবার, ৪ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমা। এই পুণ্যতিথিতে পালিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা। বহু প্রাচীনকাল থেকেই পুরীতে পালিত হয়ে আসছে এই রীতি। জ্যৈষ্ঠের খরতাপ প্রতিহত করতেই আয়োজিত ও উদযাপিত হয় স্নানযাত্রা। এই তিথি পরিচিত দেব স্নানযাত্রা নামেও।
advertisement
2/6
বৈদিক মন্ত্রপাঠ, শঙ্খধ্বনি ও কীর্তনের মধ্যে পালিত হয় এই প্রাচীন রীতি। স্নান মণ্ডপে ১০৮ টি কলসের জলে স্নান করানো হয় জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার। স্নানপর্বের পরে তাঁদের গজানন বা গণেশ বেশে সাজানো হয়। নিবেদন করা হয় বিশেষ ভোগ।
advertisement
3/6
স্নানপর্বের পরে এক পক্ষকাল পুণ্যার্থীদের দর্শনের অন্তরালে চলে যান তিন বিগ্রহ। এই সময় তাঁদের দর্শন পান না ভক্তরা। এই সময়পর্বকে বলা হয় অনসর। প্রচলিত বিশ্বাস, এ সময় তিন বিগ্রহের জ্বর হয়। তাই অন্তরালে রাজবৈদ্য আয়ুর্বেদিক মতে তাঁদের শুশ্রূষা করেন।
advertisement
4/6
এক পক্ষকাল পরে ষোলতম দিনে অসুস্থতা থেকে সুস্থ হন বিগ্রহরা। ষোলতম দিনেই পালিত হয় নেত্রোৎসব বা নব যৌবন উৎসব৷ এর পর আবার নিয়মিত দর্শনের জন্য স্বস্থানে ফিরে আসেন তিন দেবদেবী৷
advertisement
5/6
এর পর শুরু হয় রথযাত্রা প্রস্তুতি ও প্রতীক্ষা৷ আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা৷ এ বছর রথযাত্রা পালিত হবে আগামী ২০ জুন৷
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
SnanYatra 2023: রবিবার জ্যৈষ্ঠ পূর্ণিমায় জগন্নাথদেবের স্নানযাত্রা, জানুন কীভাবে এই পুণ্যতিথি পালিত হয় পুরীতে