মানুষের এই কাজগুলোই ঘরে সাপ ডেকে আনে ! সুরক্ষিত থাকতে চাইলে এই জিনিসগুলো অবিলম্বে ঘর থেকে সরিয়ে ফেলুন
- Published by:Siddhartha Sarkar
- local18
Last Updated:
Snakes Resides Here: কয়েকদিনের মধ্যেই বর্ষা পুরোদমে আসতে চলেছে, অঝোরধারায় দিনের পর দিন বৃষ্টি শুরু হবে। অতএব ঘরে সাপ ঢোকা প্রতিরোধের কিছু কার্যকর উপায় জেনে রাখা প্রয়োজন।
advertisement
1/5

Report-ASHISH KUMAR: মানুষ যেমন সাপকে ভয় পায়, সাপও তেমনই মানুষকে ভয় পায়। আত্মরক্ষার জন্যই সে ছোবল দেয়। তার পরেও মানুষের ঘরদোরে যে সাপ ঢোকে নিজে থেকেই, সে কথাও অস্বীকার করা যায় না। সে নিরাপদ আশ্রয়ের খোঁজেই হোক কী খাবারের খোঁজে! ভারতে প্রতি বছর অগণিত মানুষ সাপের কামড়ে মারা যায়। সাপে কামড়ানোর ঘটনার মধ্যে যেগুলোর রেকর্ড থাকে, তা অনুসারে প্রতি বছর ৩০ লক্ষেরও বেশি মানুষ সাপের কামড়ের শিকার হন, যার মধ্যে ৫৫ হাজারেরও বেশি মানুষ মারা যান। ভয়ঙ্কর বিষয় হল বর্ষাকালে এই সংখ্যা বহুগুণ বেড়ে যায়।
advertisement
2/5
বর্ষাকালে যখন গর্তে জল ঢুকে যায়, তখন সাপ নিরাপদ স্থানের সন্ধানে মানুষের ঘরে প্রবেশ করে। কখনও কখনও তারা বন্যার সময়ে জলের তীব্র স্রোতে ভেসে গিয়েও মানুষের ঘরে প্রবেশ করে। এবার, ঘরে সাপ দেখলে মানুষ তা মারতে চাইবে, ফলে আত্মরক্ষার জন্য তারাও কামড়ায়। কয়েকদিনের মধ্যেই বর্ষা পুরোদমে আসতে চলেছে, অঝোরধারায় দিনের পর দিন বৃষ্টি শুরু হবে। অতএব ঘরে সাপ ঢোকা প্রতিরোধের কিছু কার্যকর উপায় জেনে রাখা প্রয়োজন।
advertisement
3/5
প্রায় ২০ বছর ধরে বন্যপ্রাণীদের নিয়ে কাজ করা বিশেষজ্ঞ স্বপ্নিল খাতাল বলেন যে ভারতে প্রায় ৩৬৪ প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে মাত্র ১০ শতাংশ সাপই বিষধর, এদের কামড়েই মৃত্যু হয়। আবার, এই ১০ শতাংশ প্রজাতির মধ্যেও মাত্র চারটি সাপ আছে যাদের কামড়ে ৯০ শতাংশ পর্যন্ত মৃত্যুর সম্ভাবনা থাকে। এর মধ্যে রয়েছে স্পেকটেকলড কোবরা, ইন্ডিয়ান ক্রেইট, রাসেল ভাইপার এবং স স্কেলড ভাইপার। ভারতে এই চারটি সাপ 'বিগ ফোর' নামেও পরিচিত।
advertisement
4/5
স্বপ্নিলের মতে, সাপ এমন জায়গায় থাকতে পছন্দ করে যা সরু এবং অন্ধকার, আর যেখানে খাবার পাওয়া যায়। কাঠ ও ইটের স্তূপ, এক জায়গায় আবর্জনা জমে থাকা, সেই সঙ্গে ইঁদুর ও টিকটিকির উপস্থিতি সাপের আকর্ষণের জায়গা। এছাড়াও, এমন জায়গাতেও সাপ আসতে পারে যেখানে আঁশের গন্ধ থাকে, মাছ-মাংসের টুকরো ফেলে দেওয়া হয়। অতএব, এমন পরিস্থিতির মুখোমুখি হতে না চাইলে অবশ্যই ঘর পরিষ্কার রাখতে হবে এবং জিনিসপত্রের স্তূপ সরিয়ে ফেলতে হবে।
advertisement
5/5
শুধু তাই নয়, প্রতিদিন তীব্র গন্ধযুক্ত ফিনাইল দিয়ে ঘর পরিষ্কার করতে হবে, বাড়ির সামনে কাঁটাযুক্ত গাছের বেড়া দিতে হবে, অন্ধকার জায়গায় আলো জ্বালানোর ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে ঘর থেকে ইঁদুর এবং টিকটিকি জাতীয় প্রাণীদের তাড়ানোর মতো ব্যবস্থা গ্রহণ করতে হবে। মনে রাখা উচিত যে বাড়ির ভিতরে বা আশেপাশে গর্তের উপস্থিতিও সাপকে আকর্ষণ করে। এই বিষয়গুলো মাথায় রেখে প্রতিরোধমূলক ব্যবস্থা অবলম্বন করলেই ঘরে সাপ ঢোকা এড়ানো যায় ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মানুষের এই কাজগুলোই ঘরে সাপ ডেকে আনে ! সুরক্ষিত থাকতে চাইলে এই জিনিসগুলো অবিলম্বে ঘর থেকে সরিয়ে ফেলুন