TRENDING:

Snake Natural Repellent: বৃষ্টিতে বাড়ে সাপের উপদ্রব, এই প্রাকৃতিক ৮ জিনিসের গন্ধে বাপ বাপ বলে পালাবে বিষধর! সাপের যম কী কী জানুন

Last Updated:
Snake Natural Repellent: বিষধর সাপের নাম শুনলে অনেকেরই গা শিরশির করে ওঠে। আতঙ্কে অনেকে সাপের ছবি পর্যন্ত দেখেন না। সাপের ভয় কাটাতে অনেকে আবার তাবিজ পরেন বা মন্ত্র আওড়ান। বাড়ির কোথাও সাপ বের হলে ঘাবড়ে গিয়ে ও আতঙ্কে সেই সাপকে মেরে ফেলার উদ্যোগ নেন।
advertisement
1/9
বৃষ্টিতে বাড়ে সাপের উপদ্রব, এই প্রাকৃতিক ৮ গন্ধে বাপ বাপ বলে পালাবে বিষধর! জানুন
আমাদের রাজ্যে প্রতি বছর গরম ও বর্ষায় বহু মানুষের মৃত্যু হয় সর্পদংশনে। গ্রামের মানুষেরা সাপের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে! কথায় বলে, প্রতিটা সমস্যার সমাধান আছে! সাপকে সায়েস্তা করার রাস্তাও বার করেছেন প্রামীণ মানুষেরা। কী সেই সমাধান? (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/9
বর্ষার সময় যত বহুতলেই থাকা হোক না কেন, মাঠে-ঘাটে, রাস্তায়, বাড়ির ঝোঁপে-ঝাড়ে সাপের উপদ্রব বাড়ে। গ্রামাঞ্চলে সাপের কাপড়ে বহু মানুষের মৃত্যু হয় প্রতি বছর। তাই নাগদেবতাকে বিশেষ রীতিতে পুজো করার চল রয়েছে এখনও।
advertisement
3/9
বিষধর সাপের নাম শুনলে অনেকেরই গা শিরশির করে ওঠে। আতঙ্কে অনেকে সাপের ছবি পর্যন্ত দেখেন না। সাপের ভয় কাটাতে অনেকে আবার তাবিজ পরেন বা মন্ত্র আওড়ান। বাড়ির কোথাও সাপ বের হলে ঘাবড়ে গিয়ে ও আতঙ্কে সেই সাপকে মেরে ফেলার উদ্যোগ নেন।
advertisement
4/9
অনেকেই হয় তো জানেন না, বর্ষার সময় বিষাক্ত প্রাণীদেরকে না মেরে তাড়ানোর জন্য রয়েছে বেশ কিছু সহজ ঘরোয়া টোটকা। বিশেষজ্ঞদের মতে, সাপ ভয় পেয়েই আক্রমণ করে। ফলে সাপকে বিরক্ত না করলেই ভাল। সাপকে ঘরের চারপাশ থেকে দ্রুত তাড়াতে যায় সহজেই। সাপ বেশ কিছু জিনিসের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। সেগুলি সকলের হাতের কাছেই থাকে।
advertisement
5/9
সাধারণত পাহাড়ি ও গ্রাম্য এলাকার ঝোপেঝাড়ে বা পুরনো বাড়িতে পুকুর, পার্ক ইত্যাদির কাছাকাছি বিষধর সাপ পাওয়া যায়। এমনকি বর্ষার সময় খাবারের খোঁজে বাড়ির ভিতরেও সাপ ঢুকে পড়ে। তাই বর্ষার আগে থেকেই হাতের কাছে রাখুন বিশেষ গন্ধ যুক্ত জিনিস, যেগুলির গন্ধ পেলেই বাপ বাপ বলে পালাবে বিষধর সাপ।
advertisement
6/9
রসুন ও পেঁয়াজ সব বাড়িতেই মজুত থাকে। অনেকেই জানেন না যে সাপ রসুন ও পেঁয়াজের গন্ধ সহ্য পারে না। এই সময় সাপ তাড়াতে কার্বোলিক অ্যাসিড ব্যবহার করেন। এই অ্যাসিড কিন্তু সাপকে মেরেও ফেলতে পারে। এই রাসায়নিকের কারণে সাপ অত্যন্ত অসুস্থও বোধ করে।
advertisement
7/9
এছাড়া পুদিনা ও তুলসী পাতা থেকে নির্গত গন্ধও সাপ সহ্য করতে পারে না। বছরের পর বছর ধরে তুলসী পাতাকে পবিত্রজ্ঞানে পুজো করা হয়। ফলে তুলসী পাতার অভাব হবে না। এছাড়া আরও রয়েছে। একটি ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, সাপকে তাড়াতে প্রায় ১৮টি জিনিস রয়েছে। যার গন্ধে সাপ বাড়ির কাছেপিঠে থাকবে না। তাদের কষ্ট না দিয়ে তাড়িয়ে দিলে বাস্তুতন্ত্র থাকবে স্বাভাবিক।
advertisement
8/9
এ ছাড়া লেবুর রস, ভিনিগার ও দারুচিনির তেল মিশিয়ে স্প্রে করলে সাপ আসার সম্ভাবনা অনেকটাই কমে যায়।পাশাপাশি অ্যামোনিয়া গ্যাসের গন্ধও সাপসহ্য করতে পারে না। অ্যামোনিয়ার গন্ধ পেলে বাপ বাপ বলে পালিয়ে যাবে তারা।
advertisement
9/9
সাপও শব্দে খুব ভয় পায়। একটি গবেষণায় উল্লেখ হয়েছে, সাপ শুধুমাত্র শ্রবণ ক্ষমতার মাধ্যমে খাদ্য খুঁজে পায়। সাপ কেরোসিনের গন্ধও সহ্য করতে পারে না। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snake Natural Repellent: বৃষ্টিতে বাড়ে সাপের উপদ্রব, এই প্রাকৃতিক ৮ জিনিসের গন্ধে বাপ বাপ বলে পালাবে বিষধর! সাপের যম কী কী জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল