Snake in House: বর্ষায় ঘন ঘন ঘরে ঢুকে যাচ্ছে সাপ! আতঙ্কিত না হয়ে এমন পরিস্থিতিতে কী কী করবেন জানুন...
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Snake in House: বর্ষার সময় সাপ ঘরে ঢুকতে পারে। ভয় না পেয়ে কীভাবে সঠিকভাবে পরিস্থিতি সামলাতে হয়, কার কাছে সাহায্য চাইবেন এবং কী সাবধানতা নেবেন জানুন...
advertisement
1/8

ভয় না পেয়ে শান্ত থাকুন বর্ষার সময় সাপ শুষ্ক আশ্রয়ের খোঁজে ঘরে ঢুকে পড়তে পারে। এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে, প্রথমেই নিজেকে শান্ত রাখুন। সাপ সাধারণত আক্রমণ করে না যদি না কেউ তাকে বিরক্ত করে।
advertisement
2/8
নিরাপদ দূরত্ব বজায় রাখুন সাপের থেকে অন্তত ৬-৮ ফুট দূরত্বে থাকুন। কখনই ছুঁতে, মারতে বা ধরতে যাবেন না। এমনকি বিষহীন সাপও আতঙ্কে কামড়ে দিতে পারে।
advertisement
3/8
ঘর আটকে দিন (যদি নিরাপদ হয়) সাপ যে ঘরে ঢুকেছে, সেই ঘরের দরজা বন্ধ করে দিন ও দরজার নিচে তোয়ালে বা কাপড় গুঁজে দিন যাতে সাপ বেরোতে না পারে। সাপকে চোখের আড়াল করবেন না, তবে কাছেও যাবেন না।
advertisement
4/8
সাপটি কোন প্রজাতির তা বোঝার চেষ্টা করবেন না ভারতে প্রায় ২৭০ ধরনের সাপ রয়েছে এবং অনেকে দেখতে একরকম। কাজেই সাপকে দেখে এটি বিষধর না নিরীহ, তা বোঝার চেষ্টা না করে সতর্ক থাকাই ভালো। তাতে বিপদ বাড়তে পারে।
advertisement
5/8
আশপাশ পরিষ্কার করে দিন ঘরের মধ্যে সাপ দেখলে পোষ্য প্রাণী ও ছোট বাচ্চাদের দ্রুত ঘর থেকে বের করে দিন। ফ্যান, হিটার বা শব্দ করতে পারে এমন কিছু বন্ধ করুন যাতে সাপ আতঙ্কিত না হয়।
advertisement
6/8
কেন সাপ ঘরে আসে তা জানুন: ভেজা মাটি ও প্লাবিত গর্ত থেকে বেরিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে, ইঁদুর বা ব্যাঙের মতো শিকার খুঁজতে, উষ্ণতা ও আশ্রয়ের জন্য...
advertisement
7/8
প্রতিরোধের উপায়: দরজা ও জানালার নিচের ফাঁক বন্ধ রাখুন, রান্নাঘর বা বাথরুমের ড্রেনে জাল দিন, চারপাশে আবর্জনা বা অতিরিক্ত জিনিস জমিয়ে রাখবেন না, ইঁদুর দূরে রাখতে খাবার ঢেকে রাখুন...
advertisement
8/8
ঘরের মাঝে হঠা‍ৎ সাপ দেখলে আপনার সাহস দেখাতে যাওয়া ঠিক নয়৷ বিশেষ করে আপনি যদি সাপ ধরার ক্ষেত্রে পেশাদার না হন৷ এমন পরিস্থিতিতে দূরে থাকুন, ঘর আটকে দিন এবং পেশাদার সাহায্যের জন্য ফোন করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snake in House: বর্ষায় ঘন ঘন ঘরে ঢুকে যাচ্ছে সাপ! আতঙ্কিত না হয়ে এমন পরিস্থিতিতে কী কী করবেন জানুন...