হঠাৎ হিসহিস শব্দ..., ফ্রিজের নীচে ৬ ফুট লম্বা 'কেউটে' সাপ! দেখতেই যা করলেন এই যুবক, নিমেষে সবার চক্ষুচড়কগাছ
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Snake: বর্ষাকাল মানেই যেমন জল-কাদা। তেমন গ্রাম বাংলার বর্ষা মানেই সাপের উপদ্রব। কিন্তু সম্প্রতি উলুবেড়িয়াতে এক বসত বাড়িতে যা দেখা গেল তা চমকে দেওয়ার মতো। প্রায় ৬ ফুট লম্বা কেউটে সাপ দেখা গেল উলুবেড়িয়ার অসীম রায়ের বাড়িতে।
advertisement
1/8

হাওড়া: বর্ষাকাল মানেই যেমন জল-কাদা। তেমন গ্রাম বাংলার বর্ষা মানেই সাপের উপদ্রব। কিন্তু সম্প্রতি উলুবেড়িয়াতে এক বসত বাড়িতে যা দেখা গেল তা চমকে দেওয়ার মতো। প্রায় ৬ ফুট লম্বা কেউটে সাপ দেখা গেল উলুবেড়িয়ার অসীম রায়ের বাড়িতে। Representative Image
advertisement
2/8
গৃহস্থের বাড়িতে অমন বিশাল আকৃতির কেউটে সাপ প্রবেশের ঘটনায় এলাকায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। খবর পৌঁছয় পরিবেশকর্মীদের কাছে। বন দফতর এবং পরিবেশকর্মীরা আসার আগেই স্থানীয় এক যুবকের কেরামতি কাজে দেয়। Representative Image
advertisement
3/8
যদিও সেই কেরামতি ছিল বিপজ্জনক। যেকোনও মুহূর্তে ঘটতে পারতো বিপদ। ঠিক কী করেছিলেন ওই যুবক? শুনে নেওয়া যাক পুরো ঘটনা। Representative Image
advertisement
4/8
উলুবেরিয়া পৌরসভার রেললাইন ঘেঁষা ২৭ নম্বর ওয়ার্ড-এর অসিত রায়ের বাড়িতে সাপটি প্রবেশ করে। বাড়ির মালিক সাপটিকে না মেরে উদ্ধারের চেষ্টা করেন। সাপটি দেখামাত্রই পরিবেশ কর্মী দেবাশীষ সাঁতরাকে খবর দেন।
advertisement
5/8
একই সঙ্গে খবর দেওয়া হয় বনদফতরে। এরমধ্যে এলাকার মানুষ লম্বা সাপটি দেখতে সেই বাড়িত ভিড় জমায়। তাদের সঙ্গে স্থানীয় কারখানার এক যুবক এসেছিলেন সেখানে। সেই যুবক হঠাৎ কোনওরকম সরঞ্জাম ও সাপ ধরার প্রশিক্ষণ ছাড়াই একটি লাঠি ও একটি প্লাস্টিক জার নিয়ে সাপটি ধরার চেষ্টা করে।
advertisement
6/8
ওই পরিবারের লোকজন যুবককে সাবধান করার চেষ্টা করলেও কর্ণপাত করেননি যুবক। ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়ির ফ্রিজের নিচেই রয়েছে কেউটে সাপটি। সেই সাপকে একটি লাঠি দিয়ে চেপে ধরে প্লাস্টিক জার বন্দি করার চেষ্টা করছিলেন যুবক।
advertisement
7/8
এরপরই ভিডিওতে দেখা যায় কাপড় জড়িয়ে হাত দিয়ে সাপটিকে ধরে প্লাস্টিক জার বন্দি করে যুবক। এই সাহসিকতা বিপজ্জনক বলেই মনে করছেন পরিবেশ কর্মীরা। এটা কেবল বোকামির পরিচয়। একটু অসাবধান হলেই প্রাণহানি ঘটতে পারত বলেই বলেন বিশেষজ্ঞরা।
advertisement
8/8
কিছুক্ষণেই ঘটনাস্থলে পরিবেশকর্মী এবং বন কর্মীরা পৌঁছে সাপটি উদ্ধার করে একইসঙ্গে স্থানীয় মানুষকে সচেতন করেন তাঁরা। এক্ষেত্রে মানুষকে অহেতুক নিজেদের বিপদ ডেকে আনা থেকে বিরত থাকারও পরামর্শ দেন পরিবেশ কর্মীরা।রাকেশ মাইতি
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
হঠাৎ হিসহিস শব্দ..., ফ্রিজের নীচে ৬ ফুট লম্বা 'কেউটে' সাপ! দেখতেই যা করলেন এই যুবক, নিমেষে সবার চক্ষুচড়কগাছ