TRENDING:

Snake: ভুল করে মৃত সাপে পা দিলে কী হয়? অন্য সাপেরা কি আপনার উপর প্রতিশোধ নেবে? কোন অংশে পা পড়লে সর্বনাশ! জানুন

Last Updated:
Snake: তবে সাপ যতই ভয়ঙ্কর প্রাণী হোক না কেন, সাপ সম্পর্কে অনেক ভুল ধারণাও প্রচলিত রয়েছে।
advertisement
1/8
ভুল করে মৃত সাপে পা দিলে কী হয়? অন্য সাপেরা কি আপনার উপর প্রতিশোধ নেবে? কোন অংশে পা পড়লে
বর্ষাকাল এলেই ভয় ধরায় বিষধরদের উত্‍পাত। সাপের নাম শুনলেই ভয়ে সিঁটিয়ে যান প্রচুর জন। বিষাক্ত সাপের কামড় প্রাণঘাতী হতে পারে। অন‍্যান‍্য ঋতুর চেয়ে বর্ষাতেই বেশি দেখা যায় সাপেদের। ভারতে অসংখ‍্য মানুষ সাপের দংশণে প্রতি বছর প্রাণ হারান।
advertisement
2/8
তবে সাপ যতই ভয়ঙ্কর প্রাণী হোক না কেন, সাপ সম্পর্কে অনেক ভুল ধারণাও প্রচলিত রয়েছে। বছরের পর বছর ধরে অনেক পুরনো কুসংস্কার আঁকড়ে রয়েছে প্রচুর মানুষ।
advertisement
3/8
এরকমই একটি প্রচলিত বিশ্বাস হল ‘সাপের হাড়েও বিষ থাকে’। তাই সাপের গায়ে পা পড়লেই সর্বনাশ! অন‍্য সাপেরা প্রতিশোধ নেবে। এমন বহু অন্ধবিশ্বাস রয়েছে, যা একেবারেই সত‍্যি নয়।
advertisement
4/8
সাপ নিয়ে বহুবছর ধরে কাজ করছেন সর্পমিত্র মুরারী সিং। তিনি এমনই ভুল ধারণা গুলিকে ভাঙলেন। যদিও মৃত সাপ নিয়ে সতর্ক করলেন সর্পমিত্রও! কেন?
advertisement
5/8
মুরারি সিং জানালেন, সাপের বিষ তাদের মাথার কাছে থাকা বিষ গ্রন্থিতে (venom glands) থাকে। সাপ কাউকে কামড় দিলে, এই বিষ তার দাঁতের মাধ্যমে শরীরে প্রবেশ করে। সাপের হাড়ে বা মাংসে কোনো বিষ থাকে না।
advertisement
6/8
তাহলে মৃত সাপ থেকে কীভাবে হতে পারে বিপদ?সাপের মৃত‍্যুর পরেই বিষাক্ত দাঁত খোলা থাকলে বা কোনও স্থানে পড়ে থাকলে, সাবধানে থাকা প্রয়োজন। ভুল করে তার উপর পা দিলে, বিষাক্ত দাঁতে থাকা বিষ ত্বকের ভিতরে প্রবেশ করলে, বিপদ হতে পারে। তাই, মরা সাপকেও স্পর্শ না করাই ভাল।
advertisement
7/8
বিষাক্ত ও বিষহীন সাপকে কীভাবে চিনবেন?শুধুমাত্র দুটি গভীর দাঁতের চিহ্ন দেখা গেলে, সাপ বিষাক্ত হওয়ার সম্ভাবনা বেশি। অনেক ছোট ছোট আঁশের মতো দাগ থাকলে, তা সাধারণত বিষহীন সাপ বা কম বিষাক্ত সাপ।
advertisement
8/8
তিনি আরও জানালেন যে, ভারতের কিছু অংশে এবং বিশ্বের অনেক দেশে সাপের মাংসও খাওয়া হয়। এমন অবস্থায় এটি প্রমাণিত হয় যে সাপের মাংস বা হাড়ে বিষ থাকে না। 
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snake: ভুল করে মৃত সাপে পা দিলে কী হয়? অন্য সাপেরা কি আপনার উপর প্রতিশোধ নেবে? কোন অংশে পা পড়লে সর্বনাশ! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল