TRENDING:

Snail Mucin Benefits: শামুকের লালা থেকে তৈরি স্নেইল মিউসিন, বদলে দেবে ত্বক! মাত্র সাত দিনে পাবেন গ্লাস স্কিন! জানুন বিস্তারিত

Last Updated:
Snail Mucin Benefits: সোশ্যাল মাধ্যমে তুমুল ভাইরাল এই স্নেইল মিউসিন! কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে হলে এখুনি জানুন এই শামুকের লালা থেকে তৈরি মিউসিনের ব্যবহার ও উপকারিতা!
advertisement
1/17
শামুকের লালা থেকে তৈরি স্নেইল মিউসিন, বদলে দেবে ত্বক! সাত দিনে পাবেন গ্লাস স্কিন
চকচকে গ্লাস স্কিন চাই? ভাবছেন তো ওসব শুধু কোরিয়ানদেরই হয়! না একেবারেই নয়, আপনিও পেতে পারেন ঝকঝকে গ্লাস স্কিন! এমন এক পদ্ধতি রয়েছে যাতে খুব সহজেই উপকার পাবেন! ত্বকে বয়সের ছাপ, বলিরেখা পড়বে না! চোখের তলে কালি থাকবে না। ব্রণ বা দাগ ছোপও গায়েব হবে! photo source collected
advertisement
2/17
এই রূপচর্চা এখন ফের একবার চর্চায় এলেও, প্রাচীনকাল থেকেই মানুষ এই বিশেষ উপায়ে ভরসা রেখেছেন! তা হল শামুক! এই শামুক থেকে বের হওয়া স্নেইল এক্সট্রাক্ট, অর্থাৎ বিশেষ আঠালো পদার্থটি ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে দারুণ কাজ করে। photo source collected
advertisement
3/17
তবে এতে প্রাণহানি হয় না শামুকের! বিশেষ পদ্ধতিতে এই স্নেইল এক্সট্রাক্ট বের করার পর ফের ছেড়ে দেওয়া হয় শামুকগুলোকে! photo source collected
advertisement
4/17
শামুকের এই এক্সট্রাক্ট বা মিউসিনে রয়েছে প্রোটিন, অ্যান্টি-অক্সিডেন্ট ও হায়ালুরনিক অ্যাসিডের মিশ্রণ, যা ত্বককে করে সুন্দর এবং সতেজ। জেনে নিন কোথায় পাবেন, কীভাবে করবেন চিকিৎসা? photo source collected
advertisement
5/17
আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রায় দেখবেন নানা প্রোডাক্ট দেখানো হয়, যা শামুকের এই এক্সট্রাক্ট থেকে তৈরি হয়! বিভিন্ন স্যাঁলোতে আজকাল মুখের উপর কয়েকটি শামুক ছেড়ে দেওয়া হয়! ২০ মিনিট ত্বকের উপর হাঁটা চলা করবে শামুক! আর তাতেই আপনি পাবেন ঝকঝকে ত্বক! photo source collected
advertisement
6/17
শামুক থেকে নির্গত জেলকে বলে স্নেইল এক্সট্রাক্ট বা মিউসিন। যা শামুকের নিজের শরীরের কেটে যাওয়া বা খোল ভেঙে যাওয়াকে মুহূর্তে ঠিক করে! আর এই উপাদান যদি আপনার ত্বকে ব্যবহার হয় তাহলে কী হতে পারে ভাবুন! photo source collected
advertisement
7/17
স্নেইল মিউসিনে আছে গ্লাইকোপ্রোটিন, হায়ালুরোনিক অ্যাসিড এবং গ্লাইকোলিক অ্যাসিডের মতো আরও অনেক উপাদান রয়েছে। এই উপাদানগুলো আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা কমিয়ে আনতে সাহায্য করে। photo source collected
advertisement
8/17
আর সব সব ধরনের ত্বকেই শামুকের মিউসিন ব্যবহার করা যায়। এমনকি সেন্সেটিভ ত্বকেও কোনও সমস্যা ছাড়াই এই উপাদানটি ব্যবহার করা যায়।photo source collected
advertisement
9/17
ত্বকে যদি একনে কিংবা একজিমা থাকে তাহলে শামুকের মিউসিন ব্যবহার করতে পারেন। প্রতিদিন এর ব্যবহারে এটি ত্বকের টিস্যুকে রিপেয়ার করবে! ত্বকে ব্রণের দাগ, সানট্যান সহ বিভিন্ন সমস্যা কমাবে!photo source collected
advertisement
10/17
বয়স বাড়ার সঙ্গে আমাদের শরীরে কোলাজেন প্রোটিন কমতে থাকে। যার ফলে চোখের নিচে ভাঁজ বা রিংকেল, বলিরেখা পড়তে থাকে। শামুকের মিউসিন ব্যবহারে অ্যান্টি-এজিং এর বেনিফিট পাওয়া যায়। চোখের নিচে ভাঁজ, ফেইসে বলিরেখা কমিয়ে আনতে স্নেইল মিউসিন খুবই কার্যকরী। ঝট করে ত্বকের বয়স কমে যাবে!photo source collected
advertisement
11/17
শামুকের এই মিউসিন স্ট্রেচ মার্কসগুলো দূর করতে খুব উপকারী! শামুকের মিউকিন ইলাস্টিসিটি ধরে রাখে। ত্বককে বার্ধক্যের ছাপ থেকে দূরে রাখতে শামুকের মিউসিন খুব ভাল কাজ করে।photo source collected
advertisement
12/17
এটি ত্বকের ডেড সেল ক্লিন করে, ত্বকের টেকশ্চার মসৃণ করে, এটি হায়ালুরোনিক অ্যাসিডের উৎপাদনে সাহায্য করে, ত্বকে আর্দ্রতা সরবরাহ করে এবং ত্বককে ব্রাইট করে।photo source collected
advertisement
13/17
ত্বককে হাইড্রেটেড রাখতে বা ত্বকের ময়েশ্চার ধরে রাখতে স্নেইল এক্সট্রাক্ট বা মিউসিনযুক্ত প্রোডাক্ট ব্যবহার করতে পারেন! দারুণ কাজের!photo source collected
advertisement
14/17
শামুক মিউসিন ত্বকের সেল রিপেয়ার করতে সাহায্য করে। আর ত্বকের সেল ক্লিন হলে ত্বক উজ্জ্বল হতে থাকে। তাই ত্বকের বিভিন্ন দাগ দূর করে ত্বককে উজ্জ্বল করতে স্নেইল এক্সট্রাক্ট ব্যবহার হয়ে থাকেphoto source collected
advertisement
15/17
সূর্যের ক্ষতিকারক রশ্মি প্রভাব কিংবা আবহাওয়ার প্রভাবে ত্বকের ব্যারিয়ার নষ্ট হতে থাকে। শামুকের মিউসিনে হিলিং প্রপারটিজ রয়েছে, যার ফলে খুব তাড়াতাড়ি ত্বক ঠিক হয়ে যায়! রেটিনল, ভিটামিন সি, গ্লাইকোলিক অ্যাসিড, AHA, BHA এবং অন্যান্য অ্যাসিডের সাথেও স্নেইল মিউসিন ব্যবহার করা যায়। যা আরও ভাল কাজ দেয়photo source collected
advertisement
16/17
যারা এই ফেসিয়াল বা স্পা নিতে ভয় পান তারা কী করবেন? তাদের জন্য বাজারে আছে শামুকের এক্সট্রাক্ট বা মিউসিন সমৃদ্ধ প্রোডাক্ট। ময়েশ্চারাইজার, সিরাম, এসেন্স, টোনার থেকে শুরু করে বিভিন্ন শিটমাস্কে শামুক ব্যবহার হয়ে আসছে। এগুলি ঝট করে কিনে নিন! photo source collected
advertisement
17/17
মেক-আপ ছাড়াই ঝকঝক করবেন আপনি! প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন, অনেকের এলার্জির ধাত থাকতে পারে, তাদের জন্য প্যাচ টেস্ট জরুরি!photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Snail Mucin Benefits: শামুকের লালা থেকে তৈরি স্নেইল মিউসিন, বদলে দেবে ত্বক! মাত্র সাত দিনে পাবেন গ্লাস স্কিন! জানুন বিস্তারিত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল