Shweta Tiwari Photos: ৪২-এও আগুন ঝরাচ্ছেন! শরীরী মোচড়ে মেয়েকেও কয়েক গোল দিতে পারেন ছোট পর্দার মালাইকা আরোরা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Shweta Tiwari Photos: হট অবতারে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন শ্বেতা তিওয়ারি
advertisement
1/8

টেলিভিশনের অ্যতম বোল্ড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি সব সময়েই চর্চায় থাকেন তাঁর বোল্ডনেস নিয়ে ৷ তিনি সেই রকমের রকিং আন্দাজে কেরিয়ারে কামব্যাক করেছেন তা রীতিমত প্রশংসার দাবি রাখে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
2/8
মা হাওয়ার পরে শ্বেতা তিওয়ারি যে ভাবে নিজের শরীর স্বাস্থ্য বজায় রেখেছেন তা রীতিমত প্রশংসার দাবি রাখে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
3/8
প্রায় প্রতিদিনই শ্বেতা তিওয়ারি ফটোশ্যুট করেন যা তাঁর ভক্তদারে কাছে বাড়তি পাওনা ৷ চাবুকের মত শরীর ৷ খোলাচুলের যাদু সব মিলিয়ে তিনি ঝড় তোলেন বারেবারে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
4/8
৪২ বছর বয়সী শ্বেতা তিওয়ারি হালকা ডেনিম পরে লেটেস্ট ছবিতে ঝড় তুলেছেন ইনস্টাগ্রামে ৷ তাঁর শরীরী মোচড়ে অনেকে মুগ্ধ অনুগামীরা, অনেকেই তাঁকে ছোট পর্দার মালাইকা আরোরা বলে ডাকেন ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
5/8
শ্বেতা লিখেছেন, If you Need reason to be happy, you are living a Wrong life. অর্থাৎ জীবনে খুশিতে থাকাটা অত্যন্ত জরুরি, সেই রাস্তা নিজেকেই বেছে নিতে হবে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
6/8
শ্বেতা তাঁর কোটে লিখেছেন যে তিনি সঠিক ৷ মানুষের খুশি বা আনন্দ ভিতর থেকেই আসে ৷ অনেক সময়েই ভাল থাকার আসল কারণ খুঁজে বের করতে ব্যর্থ ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
advertisement
7/8
শ্বেতা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় প্রতিদিনই কোনও না কোনও আপডেট দেন সোশ্যাল মিডিয়ায় ৷ যা দুর্বার গতিতে ছড়ায় সোশ্যাল মিডিয়ায় ৷
advertisement
8/8
শ্বেতা তিওয়ারির মত তাঁর মেয়ে পালক তিওয়ারির রূপ লাবণ্যে পাগল বহু যুবক ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Shweta Tiwari Photos: ৪২-এও আগুন ঝরাচ্ছেন! শরীরী মোচড়ে মেয়েকেও কয়েক গোল দিতে পারেন ছোট পর্দার মালাইকা আরোরা