Poppy Seeds Health Benifit: নিমেষে গায়েব হবে হজমের সমস্যা, ছোট্ট এই বীজের বিরাট উপকারিতা! বিস্তারিত জানলে রীতিমত চমকে উঠবেন, খেতে চাইবেন রোজ
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Posto Benefit: অন্যান্য খাবারের উপকরণের মতোই পোস্তর উপকারিতার তালিকাও রয়েছে অনেকটাই।
advertisement
1/7

অন্যান্য খাবারের উপকরণের মতোই এই বীজের উপকারিতার তালিকাও রয়েছে অনেকটাই। খাবারের মধ্যে ব্যবহার করা এই বীজের সঠিক উপকারিতা জানেন না অনেকেই।
advertisement
2/7
অভিজ্ঞ চিকিৎসক তুহিন শর্মা জানান, পোস্তর তরকারি খেয়ে শুধুই ঘুম ভাল আসে না। পোস্তর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পরিমাণ ফাইবার। যা সহজেই হজম হয়ে হয়ে শরীরের উন্নতি ঘটায়।
advertisement
3/7
ফলে পোস্ত খেলে পেটের মেটাবলিজমকে সুস্থ রাখতে সাহায্য করে। ফলে হজমের গোলমাল হলে তা দ্রুত সরিয়ে তোলে। এটি পেট রাখে ঠান্ডা। তাই হজমের সমস্যা দেখা দেয় না শরীরে।
advertisement
4/7
মুখের ভিতরের ঘা বা আলসারে পোস্ত দারুণ উপকারি। পোস্ত মেশানো জলে মধু মিশিয়ে খেলে মুখের ঘায়ের কষ্ট থেকে সহজেই রেহাই পাওয়া যায়। জিভের মধ্যে ফোস্কাতেও এভাবেই স্বস্তি পাওয়া যায়।
advertisement
5/7
পোস্তর বীজে থাকা দ্রবণীয় ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সহজেই মুক্তি দেয়। এটি পেট পরিষ্কার করতে করে সাহায্য। এছাড়া পেটের অন্যান্য বেশ কিছু গণ্ডগোল সরিয়ে তোলে।
advertisement
6/7
পোস্তয় রয়েছে মরফিন, কোডিন এবং ওপিয়াম অ্যালকলয়েড যৌগ। এগুলি থাকার ফলে পোস্ত খেলে পড়ে যেকোন ব্যথার ক্ষেত্রে দারুণ আরাম পাওয়া যায়। সঙ্গে ভালো ঘুমও আসে ভাল।
advertisement
7/7
অনিদ্রা কাটাতে দারুণ উপকারি এই পোস্ত। পোস্তর মধ্যে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট স্ট্রেস কমাতে দারুণ ভাবে সাহায্য করে। ফলে ঘুম ভাল আসে ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে খুব সহজেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Poppy Seeds Health Benifit: নিমেষে গায়েব হবে হজমের সমস্যা, ছোট্ট এই বীজের বিরাট উপকারিতা! বিস্তারিত জানলে রীতিমত চমকে উঠবেন, খেতে চাইবেন রোজ