'বয়স' অনুযায়ী দিনে কতটা 'ঘুমানো' উচিত...? 'সঠিক' হিসেব জানতে মিলিয়ে নিন স্লিপ চার্ট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Sleep Age Chart: ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের মতে, আপনি যদি সুস্থ জীবনযাপন করতে চান তাহলে রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি।
advertisement
1/12

বর্তমান ব্যস্ত জীবন মানুষের শান্তি কেড়ে নিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রম করার পরও মানুষ মানসিক চাপ ও উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন, যা তাঁদের রাতের ঘুমের উপর সরাসরি প্রভাব ফেলছে।
advertisement
2/12
মানসিক চাপ দূরে রাখতে অনেকেই সারারাত টিভি বা মোবাইলে সিনেমা দেখেন। আবার জীবনের নানা পার্থিব দুশ্চিন্তায় ঘুম হারিয়ে ফেলেন অনেকে। যার সরাসরি প্রভাব পড়ছে তাদের স্বাস্থ্যের ওপর।
advertisement
3/12
ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশনের মতে, আপনি যদি সুস্থ জীবনযাপন করতে চান তাহলে রাতে অন্তত ৭ ঘণ্টা ঘুম অত্যন্ত জরুরি।
advertisement
4/12
শুধু তাই নয়, উন্নত স্বাস্থ্য এবং সর্বাঙ্গীন সুস্থ বৃদ্ধির জন্য, প্রতিটি বয়সের মানুষের ঘুমের প্রয়োজনও বয়স ভেদে পরিবর্তিত হয়। এমন পরিস্থিতিতে দেখে নেওয়া যাক কোন বয়সে কতটা ঘুম দরকার।
advertisement
5/12
কোন বয়সে কত ঘুম প্রয়োজন?স্লিপ ফাউন্ডেশনের মতে , একটি ৪ থেকে ১২ মাস বয়সি শিশুর কমপক্ষে ১২ থেকে ১৬ ঘণ্টা ঘুমের প্রয়োজন। যেখানে ১ থেকে ২ বছরের শিশুর জন্য ১১ থেকে ১৪ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।
advertisement
6/12
যখন শিশুটি প্রি-নার্সারিতে যেতে শুরু করে অর্থাৎ ৩ থেকে ৫ বছর বয়সে পৌঁছয়, তখন তার জন্য ১১ থেকে ১৪ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।
advertisement
7/12
একইভাবে ৬ থেকে ১২ বছরের একটি শিশুর প্রয়োজন ৯ থেকে ১২ ঘণ্টা ঘুম। শিশুরা যখন কিশোর বয়সে পৌঁছায়, তাদের ৮ থেকে ১০ ঘন্টা ঘুমানো উচিত।
advertisement
8/12
১৮ বছর বয়সের পরে, প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির কমপক্ষে ৭ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।
advertisement
9/12
আবার বয়স্ক অর্থাৎ, ৬০ বছরের বেশি বয়সিদেরও ৭ থেকে ৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।
advertisement
10/12
পর্যাপ্ত ঘুমের উপকারিতা:- কম ঘুমের ফলে স্থূলতার সমস্যা অর্থাৎ ওজন বৃদ্ধি হতে পারে।-পর্যাপ্ত ঘুম হলে আপনার স্মৃতিশক্তি শক্তিশালী থাকে এবং আপনি সহজে কিছু ভুলে যান না।
advertisement
11/12
-এটা করলে অ্যাথলেটিক ও শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি পায়।-রাতে সাত ঘণ্টা ঘুমালে হৃদরোগের ঝুঁকি কমে।
advertisement
12/12
-পর্যাপ্ত ঘুম না হলে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি হতে পারে।- ঘুম না হলে বিষণ্নতা এবং উদ্বেগের মতো মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'বয়স' অনুযায়ী দিনে কতটা 'ঘুমানো' উচিত...? 'সঠিক' হিসেব জানতে মিলিয়ে নিন স্লিপ চার্ট