Skincare: বলিরেখা, বয়সের ছাপ, চোখের তলে কালি সব দূর করবে ছানার জল! তৈরি করুন ম্যাজিক সিরাম
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Skincare: এই ছানার জলে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম, খনিজ পদার্থ ইত্যাদি রয়েছে যা ত্বকের জন্য দারুণ ভাল
advertisement
1/9

বর্ষাকালে ত্বকের বিশেষ যত্নের জন্য আমরা দামী প্রসাধনী ব্যবহার করে থাকি। তবে দামি দামি প্রসাধনী না ব্যবহার করে ত্বকের যত্নে ব্যবহার করুন ছানার জল।photo source collected
advertisement
2/9
বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায় জানান, প্রায়শই আমরা ছানার জল ফেলে দিই। অনেকেই হয়ত জানেন না যে,এই জল থেকে ফেস সিরাম তৈরি করা যায়।photo source collected
advertisement
3/9
এই ছানার জলে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড, প্রোটিন, ক্যালসিয়াম, খনিজ পদার্থ ইত্যাদি রয়েছে যা ত্বককে সব ধরনের পুষ্টি যোগাতে সাহায্য করতে পারে।photo source collected
advertisement
4/9
শুধু তাই-ই নয়, এটি ত্বককে উজ্জ্বল করতেও সাহায্য করে। তাহলে আসুন জেনে নিন কীভাবে ছানার জল থেকে ফেস সিরাম বানাবেন।photo source collected
advertisement
5/9
এটি তৈরি করতে লাগবে কাঁচা দুধ, আধা লেবু, এক চিমটি হলুদ, এক চামচ গ্লিসারিন, এক চিমটি লবণ।photo source collected
advertisement
6/9
প্রথমে গ্যাসে একটি প্যানে দুধ দিন। গরম হয়ে ফুটতে শুরু করলে তাতে লেবুর রস মিশিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিন। ধীরে ধীরে ছানা আলাদা হতে শুরু করবে। এবার ছাঁকনির সাহায্যে একটি পাত্রে ছানার জলটা ছেঁকে নিন।photo source collected
advertisement
7/9
এবার এতে এক চামচ গ্লিসারিন, হলুদ ও লবণ মিশিয়ে মিশিয়ে কাচের বোতলে ঢেলে ফ্রিজে সংরক্ষণ করুন। ব্যাস তৈরি আপনার সিরাম । এই সিরামটি দিনে ৩ বার ব্যবহার করতে পারেন।photo source collected
advertisement
8/9
ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে শুকিয়ে নিন। এবার আধা চামচ ফেস সিরাম হাতের তালুতে নিয়ে মুখে ও ঘাড়ে ভাল করে লাগান। মুখে ম্যাসাজ করতে থাকুন যতক্ষণ না এটি পুরোপুরি ত্বকে প্রবেশ করে এবং শুকিয়ে যায়। রাতে ঘুমানোর আগে লাগালে ভাল ফল পাবেন ।photo source collected
advertisement
9/9
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skincare: বলিরেখা, বয়সের ছাপ, চোখের তলে কালি সব দূর করবে ছানার জল! তৈরি করুন ম্যাজিক সিরাম