Skincare Tips: অবসাদ কাটাবে এই পাতা! রূপচর্চাতেও হার মানাবে নামী ব্র্যান্ডকে, আজ থেকেই ব্যবহার করুন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
ভারতীয়দের মধ্যে যে কোনও শুভ অনুষ্ঠানেই হাতে মেহেন্দি পরার চল আছে। প্রধানত নিজেদের সুন্দর দেখানোর জন্য মেহেন্দি হয়।
advertisement
1/7

ভারতীয়দের মধ্যে যে কোনও শুভ অনুষ্ঠানেই হাতে মেহেন্দি পরার চল আছে। প্রধানত নিজেদের সুন্দর দেখানোর জন্য মেহেন্দি হয়।
advertisement
2/7
কিন্তু মেহেন্দির অনেক উপকারিতা আছে যা আমাদের অনেকেরই অজানা। হাতে এবং পায়ের পাতায় লাগানো মেহন্দি শরীর ঠান্ডা করতে এবং মানসিক অবসাদ কমাতে সাহায্য করে।
advertisement
3/7
সাধারণত ‘লসোন’ নামক একটি পদার্থ মেহেন্দিতে থাকে। যার ফলে মেহেন্দির রং ভাল হয়। মেহেন্দি পাতার বিশেষ একটা গন্ধও রয়েছে যা থেকে তৈরি হয় নানান ধরনের সুগন্ধিও। তাছাড়াও মেহেন্দির অনেক উপকারিতা রয়েছে।
advertisement
4/7
ব্যথা সারাতে- কাঁধ ও পিঠের ব্যথাতে খুব উপকারি মেহেন্দি পাতা। মেহেন্দি পাতার রস আর সরষের তেল একসঙ্গে মিশিয়ে মালিশ করলে ব্যথা দূর হয়ে যাবে। এক সপ্তাহ টানা করতে পারলে ভাল ফল পাওয়া যায়।
advertisement
5/7
চুলের যত্নে- প্রাচীন কাল থেকেই চুলের যত্নে ব্যবহার করা হয় মেহেন্দি পাতার জুড়ি নেই। এক টেবিল চামচ কফি পাউডার জলে ভাল করে ফুটিয়ে নিন তারপর পাত্রে মেহেন্দির গুঁড়ো মিশ্রণটি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবারে চুল কয়েকটি ভাগে ভাগ করে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত ব্যবহার করুন। তিন ঘন্টা পর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে নিন। সঙ্গে কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এতে চুলের জেল্লাও বাড়বে। ঠিক থাকবে চুলের ঘনত্বও।
advertisement
6/7
নখের যত্নে- নখ ভাল ও রঙিন রাখতে মেহেন্দি খুবই কার্যকর। নখকুনি বা নখের এবং তার আশপাশের চামড়ার যে কোনও সমস্যার সমাধানে মেহেন্দি পাতার পেস্ট লাগিয়ে রাখতে পারেন। শুকিয়ে গেলে তুলে ফেলুন। নখের রং গাঢ় করতে সঙ্গে লেবুর রস মিশিয়ে ব্যবহার করতে পারেন।
advertisement
7/7
পা ফাটা দূর করে- শীতকালে পা ফাটার সমস্যায় প্রায় সকলেই ভোগেন। মেহেন্দি পাতার অনেক উপকারিতার মধ্যে পা ফাটা দূর করাও একটি। যাদের পা ফাটে, তাঁরা যদি মেহেন্দি পাতা বাটা নিয়মিত পায়ে ব্যবহার করেন, তাহলে পা ফাটাও দূর হয়ে যাবে। মেহেন্দি পাতা লাগিয়ে কিছুক্ষণ রেখে গরম জলে নুন ফেলে পা ধুয়ে নিন। এতেই মিলবে সমাধান। Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skincare Tips: অবসাদ কাটাবে এই পাতা! রূপচর্চাতেও হার মানাবে নামী ব্র্যান্ডকে, আজ থেকেই ব্যবহার করুন