Skincare: মাটি, বেসন আর মেথিতেই ত্বক হবে ঝকঝকে! ৫০-এও মনে হবে যুবতী! পড়বে না বয়সের ছাপ!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Skincare: এই বিশেষ ফেস প্যাকে ত্বক হবে গ্লাসের মতো ঝকঝকে! মুখ দেখে বোঝা যাবে না বয়স! জানুন ত্বক বিশেষজ্ঞের মত
advertisement
1/5

শীতের দিনে সমস্যা হাজার। বেশি রোদ থাকে না বলে সানস্ক্রিন ব্যবহারের কথা মাথাতেই থাকে না। এর ফলে ত্বকে শুষ্কতার পাশাপাশি কালো দাগ দেখা যায়। এই সময় ত্বক সজীব রাখার টিপস দিলেন ত্বক বিশেষজ্ঞ শিল্পী মন্ডল।
advertisement
2/5
কথায় আছে সুন্দর মুখের জয় সর্বত্র। মুখ সুন্দর রাখতে হলে প্রথমেই ফেসওয়াশ দিয়ে মুখটি ধুয়ে ফেলতে হবে। মৃদু ফেসওয়াস ব্যবহারের চেষ্টা করতে হবে। ভাল করে জলের ঝাপটা দিয়ে মুখ ধোয়া জরুরি।
advertisement
3/5
দিনভর ঘোরাঘুরি ও বাইরে বেরোনোর সময় মেকআপ করার ফলে চোখের কোণে পাতায় লেগে থাকে কাজল। মুখেও রয়ে যায় প্রসাধনীর কিছুটা। ফেসওয়াশে তা যায় না। ফলে ব্যবহার করতে হবে মেকআপ রিমুভার।
advertisement
4/5
এর পরের ধাপে করতে হবে মাসাজ। ত্বক শুষ্ক হলে প্রয়োজন দুধের সর, তৈলাক্ত বা মিশ্র ত্বক হলে অ্যালোভেরা জেল। মিনিট পাঁচেক হালকা হাতে মুখে মাসাজ করতে হবে।
advertisement
5/5
সবশেষে ব্যবহার করতে হবে ফেসপ্যাক। শিল্পী মন্ডল জানালেন, " বাজারজাত ও ফেসপ্যাক না কিনে ঘরে তৈরি করে নেওয়া যায় একটি ফেসপ্যাক। তার জন্য প্রয়োজন বেসন মুলতানি মাটি ও মেথির গুঁড়ো। সবকিছুকে জলে ভাল করে মিশিয়ে মুখে,গলায় লাগিয়ে নিতে হবে। ৭ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। ত্বক টানটান হবে। "
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skincare: মাটি, বেসন আর মেথিতেই ত্বক হবে ঝকঝকে! ৫০-এও মনে হবে যুবতী! পড়বে না বয়সের ছাপ!