Skincare: ব্রণ, কালো দাগ ছোপ, বয়সের ছাপ সব দূর করবে এই জিনিস! জানুন সঠিক ব্যবহার
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Skincare: ত্বকের সমস্যায় নাজেহাল! বাজারের কোনও ক্রিম বা পার্লার গিয়েও সমাধান হচ্ছে না! তাহলে ব্যবহার করুন এই জিনিস। জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/6

দীর্ঘ সময় ধরে রূপচর্চার ক্ষেত্রে মা-কাকিমাদের ঘরোয়া টোটকা হল বেসন। বিয়ের আগে ত্বকের জেল্লা ফেরাতেও বেসন, হলুদ, টক দই, মধুর প্যাক মাখতে বলেন অনেকে।
advertisement
2/6
অভিজ্ঞ রূপচর্চা শিল্পী সোমা দাস জানান, মুখে মাখার যে কোনও প্রসাধনীই এখন ত্বকের ধরন ও সমস্যা বুঝে কিনতে বলা হয়। সেখানে ত্বকের যাবতীয় সমস্যার সমাধানে হাজির বেসন।
advertisement
3/6
তৈলাক্ত, শুষ্ক কিংবা স্পর্শকাতর ত্বক যেমনই হোক। বেসন ত্বকের কোনও ক্ষতি না করেই মৃত কোষ দূর করে সহজে। ত্বকের মসৃণ ভাব বজায় রাখে।
advertisement
4/6
ত্বক উজ্জ্বল করে বেসন। মুখ ব্রণয় ভরে গিয়েছে মানেই অতিরিক্ত সেবাম ক্ষরণ হচ্ছে। ব্রণ বা মেচেতার থাকলেও ধীরে ধীরে তা মিলিয়ে দেয় এই বেসন।
advertisement
5/6
ওপেন পোরসের সমস্যায় বেসনের সঙ্গে দুধ বা টক দই মিশিয়ে বানিয়ে ফেলুন প্যাক। সপ্তাহে অন্তত দু-তিন দিন নিয়ম করে এই প্যাক মাখুন। সমস্যা মিটবে অনেকটা।
advertisement
6/6
বাইরে থেকে সেই তেল শুষে নিতে পারে বেসন। ফেসওয়াশের বদলে দু’বেলা বেসন দিয়ে মুখ ধুয়ে দেখতে পারেন। ত্বক শুষ্কও থাকবে না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skincare: ব্রণ, কালো দাগ ছোপ, বয়সের ছাপ সব দূর করবে এই জিনিস! জানুন সঠিক ব্যবহার