Skin Care Tips: রোদে বেরোলেই মুখ হয় চিটচিটে? চুটকিতে সমাধান হবে এই ৩ ঘরোয়া টোটকায়
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Skin Care Tips: গরম পড়তে শুরু করেছে ইতোমধ্যেই। এই সময় মুখে অতিরিক্ত তৈলাক্ত ভাব সৃষ্টি হয় অনেকের। এই সমস্যা থেকে মুক্তি পেতে মুলতানি মাটি সঙ্গে ব্যবহার করুন এই উপাদান গুলি।
advertisement
1/6

ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে অনেকটাই। দুপুরের রোদে বাইরে বেরোলেই মুখ থেকে মেকআপ গলে ঘামের সঙ্গে ধুয়ে যাচ্ছে।
advertisement
2/6
এই সময় মুখে অতিরিক্ত তৈলাক্ত ভাব সৃষ্টি হয় অনেকের মুখেই। ঘন ঘন ওয়েট টিস্যু দিয়ে মুখ মুছলেও মুখের এই তৈলাক্ত ভাব শেষ হয় না।
advertisement
3/6
রূপচর্চা অভিজ্ঞ গৃহবধূ সোমা দাস জানান, "এই সমস্যা থেকে মুক্তি পেতে মুলতানি মাটি ব্যবহার করুন। মুখের অতিরিক্ত তেল শুষে নেবে। এছাড়া ত্বকের প্রদাহজনিত সমস্যাও নিয়ন্ত্রণে রাখবে।
advertisement
4/6
একটি শসার রস বার করে নিন। সঙ্গে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখ লাগান। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহারে উপকার মিলবে।
advertisement
5/6
দুই চা-চামচ মুলতানি মাটির সঙ্গে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল ও এক চামচ গোলাপজল মিশিয়ে নিন। এই প্যাক মুখে ব্রণের সমস্যা ও ত্বকে কালচে ছোপে কাজ দেবে।
advertisement
6/6
দুই চা-চামচ মুলতানি মাটি, এক চা-চামচ টক দই ও এক টেবিল চামচ টম্যাটোর রস একসঙ্গে মেশাতে হবে। এটি ত্বকের অতিরিক্ত তেল শুষে উজ্জ্বল ভাব ফিরিয়ে আনবে সহজেই।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care Tips: রোদে বেরোলেই মুখ হয় চিটচিটে? চুটকিতে সমাধান হবে এই ৩ ঘরোয়া টোটকায়