Skin Care Tips: ত্বকের জেল্লা বাড়াতে সিদ্ধহস্ত এই সহজলভ্য সবজি! 'গ্লাস স্কিন' পেতে খান ও মুখে মাখুন
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Skin Care Tips: কয়েকটা টুকরো কেটে মুখের উপর দিলে ঝরঝরিয়ে বাড়বে জেল্লা, জানুন কী? রইল বিউটিশিয়ানের টিপস।
advertisement
1/6

খেতে সবাই পছন্দ করেন। তবে জানেন কি সবুজ এই সবজির গুণ? ত্বকের জন্য যা উপকারে লাগে জানলে অবাক হবেন।
advertisement
2/6
ত্বক থাকবে চকচকে, থাকবে না কোনও ট্যান। এক কথায় ত্বকের উজ্জ্বলতা আপনার পরিচিতি বাড়িয়ে তুলবে।
advertisement
3/6
বিভিন্ন কারণে সৃষ্টি হওয়া ত্বকের জ্বালা, প্রদাহ থেকে মুক্তি দেয় শশা। খাওয়া হলেও ত্বকের নানা সমস্যা সমাধানে উপকারী।
advertisement
4/6
শশা ত্বকের তেল উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারে। ফলত ব্রণ হওয়ার সম্ভাবনাও কম থাকে।
advertisement
5/6
বিশেষজ্ঞরা মনে করেন, রোদে ঘুরে ঘুরে ত্বকের সান ট্যান হওয়ার পর শশা দিলে কালো দাগ দূর হয়। এটি ত্বকের টোন উজ্জ্বল করে এবং কালো দাগ দূর করতে সাহায্য করে।
advertisement
6/6
বিউটিশিয়ান সঙ্গীতা শাসমল বলেন, ভিটামিন সি শশার একটি বিশিষ্ট উপাদান। শশায় রয়েছে ফলিক অ্যাসিড এবং ক্যাফেইক অ্যাসিড। এই দুটি উপাদান অকাল বার্ধক্য রোধ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care Tips: ত্বকের জেল্লা বাড়াতে সিদ্ধহস্ত এই সহজলভ্য সবজি! 'গ্লাস স্কিন' পেতে খান ও মুখে মাখুন