TRENDING:

Rose Water Skin Care: কেমিক্যাল ভরা প্রসাধনীতে না সেজে, ত্বকের ঔজ্জ্বল্যে সেরা হল এই জলের উপাচার!

Last Updated:
Skin Care গরমে ত্বকের স্বস্তি ফেরাতে ম্যজিক হতে পারে গোলাপ জল
advertisement
1/6
কেমিক্যাল ভরা প্রসাধনীতে না সেজে, ত্বকের ঔজ্জ্বল্যে সেরা হল এই জলের উপাচার!
চৈত্রের ভাপসা গরম সঙ্গে চাদিফাটা রোদ। এমন আবহাওয়া ত্বকের নানা অস্বস্তির কারণও। ত্বককে স্বস্তি দিতে এমন আবহাওয়ায় ভরসা রাখতে পারেন গোলাপজলে।
advertisement
2/6
একদিকে দাবদাহ অপরদিকে দূষণ আর সূর্যের অতিবেগুনি রশ্মিতে ত্বকের অনেক ক্ষতি হয়। আর এই ক্ষতির হাত থেকে ত্বককে স্বস্তি দিতে পারে গোলাপ জল। এর ফলে ত্বকে খনিজের ভারসাম্য বজায় থাকে আর ত্বকও অনেক বেশি সহজ থাকে। সেই সঙ্গে জ্বালা ভাব কমায়।
advertisement
3/6
মুখে গোলাপজল লাগানোর পরে ফেসপ্যাক লাগান। তাতে ফেসপ্যাকের কার্যকারিতা বাড়বে, গোলাপজলও ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে আর্দ্র রাখবে।
advertisement
4/6
গোলাপজলের অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ ত্বক স্নিগ্ধ করে, ত্বকের জ্বালাভাব, র‍্যাশ কমায়। তুলায় করে নিয়ে মুখে বুলিয়ে নিন, ত্বক ঠাণ্ডা হয়ে যাবে নিমেষে।
advertisement
5/6
কাটাছেঁড়া, র‍্যাশ কমাতে গোলাপজলের মধ্যে হালকা অ্যাস্ট্রিনজেন্ট ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ রয়েছে।
advertisement
6/6
গোলাপ জলকে টোনার হিসেবে ব্যবহার করতে পারেন আপনি। গোলাপ জল একটি কটন প্যাডে নিয়ে মুখে লাগিয়ে নিন। ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকবে ফিরবে ত্বকের জেল্লাও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rose Water Skin Care: কেমিক্যাল ভরা প্রসাধনীতে না সেজে, ত্বকের ঔজ্জ্বল্যে সেরা হল এই জলের উপাচার!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল