TRENDING:

রোদে পুড়ে ত্বক কালচে? রান্নাঘরের এই 'কাঁচা' জিনিস লাগান... ঝকঝক করবে মুখ, ট্যান থেকে মুক্তি!

Last Updated:
প্রাকৃতিক এই উপাদান এটি শুধু ত্বককে ট্যানমুক্ত রাখে না, বরং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে, ময়শ্চারাইজ করে এবং বলিরেখার মতো বয়সের ছাপও কমায়।
advertisement
1/8
রোদে পুড়ে ত্বক কালচে? রান্নাঘরের এই 'কাঁচা' জিনিস লাগান, ঝকঝক করবে মুখ, ট্যান থেকে মুক্তি!
গ্রীষ্মকালে রোদের তীব্রতায় ত্বকের উপর পড়ে সবচেয়ে বেশি প্রভাব। রাস্তায় বেরোলেই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি সরাসরি পড়ে মুখের ত্বকে, ফলে দেখা দেয় ট্যান, জ্বালা, র‍্যাশ, এমনকি সানবার্ন। অনেকেই এর থেকে বাঁচতে নামী-দামি ক্রিম বা সিরাম ব্যবহার করেন, কিন্তু ঘরোয়া কিছু উপাদানও দিতে পারে দারুণ ফল। (Representative Image: AI)
advertisement
2/8
রোদের তীব্রতায় সবচেয়ে বেশি ক্ষতি হয় ত্বকের। ট্যান, র‌্যাশ, চুলকানি, ফুসকুড়ি—এই সব সমস্যার থেকে মুক্তি দিতে পারে সহজ এই উপাদানটি। বাজারচলতি দামি প্রোডাক্টের বদলে একবার ব্যবহার করে দেখুন। এর মধ্যেই আছে ত্বকের জন্য প্রয়োজনীয় পুষ্টিগুণ, যা ত্বককে ভিতর থেকে সুস্থ ও উজ্জ্বল রাখে। (Representative Image: AI)
advertisement
3/8
এই উপকারী উপাদান হল কাঁচা দুধ। প্রাচীনকাল থেকেই সৌন্দর্যচর্চায় কাঁচা দুধ ব্যবহার হয়ে আসছে। এটি শুধু ত্বককে ট্যানমুক্ত রাখে না, বরং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখে, ময়শ্চারাইজ করে এবং বলিরেখার মতো বয়সের ছাপও কমায়। (Representative Image: AI)
advertisement
4/8
✅ **ত্বকের উজ্জ্বলতা বাড়ায়** ছেলে বা মেয়ে—সবাইয়েরই ত্বকের যত্ন নেওয়া জরুরি। গরমে সূর্যের তাপে ত্বক মলিন ও পুড়ে যায়। রাতে ঘুমানোর আগে কাঁচা দুধ মুখে লাগিয়ে রাখলে ত্বকের রং উজ্জ্বল হয় এবং ত্বক হয়ে ওঠে প্রাণবন্ত। (Representative Image: AI)
advertisement
5/8
✅ **ন্যাচারাল ময়শ্চারাইজার** যাঁদের ত্বক গরমকালেও শুষ্ক ও নিষ্প্রাণ থাকে, তাঁরা প্রতিদিন কাঁচা দুধ লাগাতে পারেন। সকালে ঘুম থেকে উঠে কিংবা রাতে ঘুমনোর আগে তুলোর সাহায্যে কাঁচা দুধ মুখে লাগান, মিশে যেতে দিন। এতে ত্বক হবে মোলায়েম ও কোমল। (Representative Image: AI)
advertisement
6/8
✅ **অ্যাজিংয়ের লক্ষণ কমায়** যদি কম বয়সেই মুখে বলিরেখা, দাগছোপ, ফাইন লাইন দেখা দেয়, তাহলে প্রতিদিন কাঁচা দুধ লাগান। এটি ত্বককে প্রয়োজনীয় পুষ্টি দিয়ে বয়সের ছাপ পড়া রোধ করতে সাহায্য করে। (Representative Image: AI)
advertisement
7/8
✅ **র‍্যাশ, গরম ফুসকুড়ি, চুলকানি দূর করে** গরমে অনেক সময় র‍্যাশ, ঘামাচি, চুলকানি, লালচে ভাব, ফোড়া হয়। এতে অস্বস্তি আরও বাড়ে। কাঁচা দুধের মধ্যে থাকা অ্যান্টি-অ্যালার্জিক উপাদান এই সমস্যাগুলোর বিরুদ্ধে কাজ করে, আরাম দেয় এবং ত্বককে সুস্থ রাখে। (Representative Image: AI)
advertisement
8/8
**ব্যবহারের নিয়ম** * কাঁচা দুধ একটি তুলোর বলে নিয়ে মুখে, ঘাড়ে, হাতেও লাগাতে পারেন। * অন্তত ১৫–২০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। * ইচ্ছে হলে রাতে লাগিয়ে ঘুমিয়ে পড়ুন, সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। প্রাকৃতিক যত্নে আগ্রহী হলে কাঁচা দুধ হতে পারে আপনার স্কিনকেয়ারের বেস্ট ফ্রেন্ড! (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
রোদে পুড়ে ত্বক কালচে? রান্নাঘরের এই 'কাঁচা' জিনিস লাগান... ঝকঝক করবে মুখ, ট্যান থেকে মুক্তি!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল