সিঁদুরখেলার সময় চোখে সিঁদুরের গুঁড়ো ঢুকে গেলে কি ক্ষতি হবে, জানুন কী করবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Sindoorkhela: যাঁদের চোখে ঘন ঘন অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে, তাঁরা এ বিষয়ে সতর্ক হবেন৷
advertisement
1/6

দশমীর বিষাদবেলাকেও আমরা আনন্দমুহূর্তে রূপান্তরিত করতে চেষ্টার খামতি রাখি না৷ দশপ্রহরণধারিণী সেদিন ঘরের মেয়ে উমা৷ গৃহিণীরা তাঁকে, তাঁর দুই কন্যাকে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে বিদায় জানান৷ তার পর নিজেরাও মেতে ওঠেন সিঁদুরখেলায়৷ সে দৃশ্য রক্তিম ও বর্ণময়৷
advertisement
2/6
তবে ভালর সঙ্গে মিশে থাকে খারাপের আশঙ্কাও৷ অনেকে মিলে সিঁদুরখেলার সময় আনন্দে আতিশয্যে হয়তো চোখে ঢুকে যেতে পারে গুঁড়ো সিঁদুর৷ যাঁদের চোখে ঘন ঘন অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে, তাঁরা এ বিষয়ে সতর্ক হবেন৷
advertisement
3/6
অনেকেই চোখে কনট্যাক্ট লেন্স পরেন৷ পাওয়ারের কারণে বা স্টাইলের জন্য শখের বশে৷ সিঁদুর ঢুকে গেলে কিন্তু লেন্স খুব কড়কড় করবে৷ ক্ষতিও হতে পারে লেন্সের৷
advertisement
4/6
সিঁদুরে রাসায়নিক থাকবেই৷ তাই চোখে ঢুকে গেলে সঙ্গে সঙ্গে জলের ঝাপটা দিয়ে পরিষ্কার করে নিন৷ এছাড়া চোখও নিজের থেকে কিছুটা জল উৎপন্ন করবে বাইরের জিনিস হিসেবে সিঁদুর ঢুকে পড়ার ফলে৷ এই দুই রকম জলের ধারায় সিঁদুরের গুঁড়ো বেরিয়ে যাবে৷
advertisement
5/6
সিঁদুর বেরিয়ে যাওয়ার পরও চোখ লাল হয়ে গেলে বা কড়কড় করতে থাকলে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
advertisement
6/6
চোখের পাশাপাশি সিঁদুরের রাসায়নিক থেকে ক্ষতি হতে পারে ত্বকেরও৷ বিশেষ করে স্পর্শকাতর ত্বকের জন্য আশঙ্কা বেশি৷ তাই ক্ষতিকর রাসায়নিক এড়াতে ব্যবহার করু হার্বাল বা ভেষজ সিঁদুর৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
সিঁদুরখেলার সময় চোখে সিঁদুরের গুঁড়ো ঢুকে গেলে কি ক্ষতি হবে, জানুন কী করবেন