TRENDING:

Sindoor: রোজ স্নানের পরে সিঁদুর পরেন? বিয়েতেও হয় সিঁদুরদান...! কিন্তু কেন পরেন? কী উপকারিতা? জানুন খুঁটিনাটি

Last Updated:
Sindoor: বিশিষ্ট জ্যোতিষ রাজদীপ আচার্য জানান, এটি বৈজ্ঞানিক না হলেও মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ। সিঁদুর প্রতিদিন পরা মানে একজন নারী প্রতিদিন নিজেকে তার দাম্পত্য সম্পর্কে মনে করিয়ে দেন। এতে একটি ইতিবাচক মানসিক বন্ধন তৈরি হয়, যা মানসিক স্থিতি ও পারস্পরিক সম্পর্ক ভাল রাখতে সাহায্য করে।
advertisement
1/5
রোজ স্নানের পরে সিঁদুর পরেন? বিয়েতেও হয় সিঁদুরদান...!  কিন্তু কেন পরেন? কী উপকারিতা? জানুন
*ভারতে চলছে 'অপারেশন সিঁদুর'! এই যুদ্ধের আবহে বিক্রি বেড়েছে গুড়ো সিঁদুরের, এমনটাই জানাচ্ছেন জলপাইগুড়ির বিক্রেতাদের একাংশ। কিন্তু, জানেন বিবাহের পর সিঁদুর কেন ব্যবহার করেন মহিলারা? ধর্মের রীতিনীতি ছাড়াও রয়েছে বৈজ্ঞানিক কারণ।
advertisement
2/5
*সিঁথির স্থানটি (যেখানে সিঁদুর দেওয়া হয়) ব্রেনের এমন একটি অংশের সঙ্গে যুক্ত, যার নিচেই থাকে পিটুইটারি গ্রন্থি, এটি হরমোন নিয়ন্ত্রণের কেন্দ্র। সিঁদুর লাগালে ওই স্থানে সামান্য ঘর্ষণ ও উত্তাপ তৈরি হয়, যা পিটুইটারি গ্রন্থিকে সক্রিয় করে। এতে হরমোন ব্যালান্সে সহায়তা হয় এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে।
advertisement
3/5
*জলপাইগুড়ির বিশিষ্ট জ্যোতিষ রাজদীপ আচার্য জানান, এটি বৈজ্ঞানিক না হলেও মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ। সিঁদুর প্রতিদিন পরা মানে একজন নারী প্রতিদিন নিজেকে তার দাম্পত্য সম্পর্কে মনে করিয়ে দেন। এতে একটি ইতিবাচক মানসিক বন্ধন তৈরি হয়, যা মানসিক স্থিতি ও পারস্পরিক সম্পর্ক ভাল রাখতে সাহায্য করে। এছাড়াও, পারদ বা কাস্টোচূর্ণযুক্ত সিঁদুর (যদিও আজকের দিনে সচরাচর ব্যবহৃত হয় না) নারীর যৌন শক্তি ও ফার্টিলিটি বাড়াতে সহায়তা করে।
advertisement
4/5
*সিঁদুরের ব্যবহার এবং প্রথা বহু প্রাচীনকাল থেকে রামায়ণ থেকে মহাভারত বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে। প্রধানত দুই ধরনের সিঁদুর ব্যবহার করা হয়। এক, লাল সিঁদুর, অন্যটি কমলা সিঁদুর। লাল সিঁদুর বিবাহিত ব্যবহার করেন। কমলা সিঁদুর ভগবান হনুমানকে নিবেদনের কাজে ব্যবহার হয়।
advertisement
5/5
*জলপাইগুড়ির বাজারে সিঁদুর বিক্রেতা জানান, এখন অনেকেই লিকুইড সিঁদুর ব্যবহার করেন। তবে বিগত কয়েকদিনে বেড়েছে গুঁড়ো সিঁদুরের বিক্রি। দীর্ঘ বছর ধরেই সিঁদুরের দাম মোটামুটি ভাবে একই রয়েছে। ৫ টাকা থেকে শুরু করে ৫০ টাকা পর্যন্ত দামের সিঁদুর মেলে, রয়েছে আরও দামি সিঁদুরও।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sindoor: রোজ স্নানের পরে সিঁদুর পরেন? বিয়েতেও হয় সিঁদুরদান...! কিন্তু কেন পরেন? কী উপকারিতা? জানুন খুঁটিনাটি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল