Silk Saree Care Tips: প্রিয় সিল্ক শাড়িতে জেদি দাগ উঠছেই না? এই কয়েকটি জিনিসেই হবে কামাল! জেনে নিন...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
Silk Saree Care Easy Hacks: কিন্তু, আপনার এই প্রিয় দামি শাড়িতে যদি সস, চাটনি বা আচার লেগে যায় তাহলেই মাথায় হাত। সিল্কের শাড়িতে এই জেদি দাগ তুলতে রীতিমত কালঘাম ছুটে যায়। কিন্তু যদি আপনি কিছু জিনিস মাথায় রাখেন তাহলেই এই দাগ সহজেই তুলে নিতে পারবেন। দেখে নেওয়া যাক কী কী উপায় আছে দাগ তুলে নেওয়ার-
advertisement
1/6

কিন্তু, আপনার এই প্রিয় দামি শাড়িতে যদি সস, চাটনি বা আচার লেগে যায় তাহলেই মাথায় হাত। সিল্কের শাড়িতে এই জেদি দাগ তুলতে রীতিমত কালঘাম ছুটে যায়। কিন্তু যদি আপনি কিছু জিনিস মাথায় রাখেন তাহলেই এই দাগ সহজেই তুলে নিতে পারবেন। দেখে নেওয়া যাক কী কী উপায় আছে দাগ তুলে নেওয়ার-
advertisement
2/6
দাগ সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে- শাড়িতে দাগ হওয়ার সঙ্গে সঙ্গেই তা ধুয়ে নিতে হবে। যত শীঘ্র আপনি এই দাগ ধুতে পারবেন তত দাগ তোলা সহজ হবে।
advertisement
3/6
হালকা ডিটারজেন্ট ব্যবহার- যদি আপনি সিল্কের শাড়ি ধুয়ে পরিষ্কার করেন, সেক্ষেত্রে হালকা বা মৃদু ডিটারজেন্ট ব্যবহার করাই সবথেকে নিরাপদ। ডিটারজেন্ট জলে গুলে তা দাগের জায়গায় ঘষতে হবে। শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।
advertisement
4/6
হালকা ডিটারজেন্ট ব্যবহার- যদি আপনি সিল্কের শাড়ি ধুয়ে পরিষ্কার করেন, সেক্ষেত্রে হালকা বা মৃদু ডিটারজেন্ট ব্যবহার করাই সবথেকে নিরাপদ। ডিটারজেন্ট জলে গুলে তা দাগের জায়গায় ঘষতে হবে। শ্যাম্পুও ব্যবহার করতে পারেন।
advertisement
5/6
ঠাণ্ডা জলের ব্যবহার- গরম জল আপনার শাড়ির রঙ এবং ফ্যাব্রিকের ক্ষতি করতে পারে তাই যখনই আপনি পরিষ্কার করবেন আপনি ঠাণ্ডা জলে পরিষ্কার করবেন।
advertisement
6/6
ব্লটিং পেপার পদ্ধতি- দাগ ঘষে তোলার পরিবর্তে আপনি পরিষ্কার কাপড় বা পেপার টাওয়েল ব্যবহার করতে পারেন। এরপর ধীরে ধীরে ওই দাগের জায়গায় চাপ দিন। ফলে দাগ ছড়িয়ে পড়বে না এবং সহজেই পরিষ্কার হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Silk Saree Care Tips: প্রিয় সিল্ক শাড়িতে জেদি দাগ উঠছেই না? এই কয়েকটি জিনিসেই হবে কামাল! জেনে নিন...