TRENDING:

5 rupees Chowmein:চাউমিন ভালবাসেন? এবার মাত্র ৫ টাকায় মিলছে জিভে জল আনা চাউমিন,কোথায় জানেন, পড়ুন

Last Updated:
ভোজন প্রেমীদের জন্য ফাস্টফুডের আদর্শ ঠিকানা পুরুলিয়াতে। পুরুলিয়ার ঝালদার কোটশিলা টালি সেন্টারের পাশের একটি ফুডস্টলে মিলছে মাত্র পাঁচ টাকায় চাউমিন।
advertisement
1/6
চাউমিন ভালবাসেন? এবার মাত্র ৫ টাকায় মিলছে জিভে জল আনা চাউমিন,কোথায় জানেন,পড়ুন
ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়: ফাস্টফুড খেতে ভালবাসে না, এমন মানুষের জুড়ি মেলা ভার। ‌তাই সন্ধ্যে নামলেই ভোজন প্রেমীদের মন আনচান করে ভাজাভুজি খাওয়ার জন্য! কিন্তু দোকানে খাওয়াদাওয়া মানেই গাদাখানেক খরচ, তাই সাধ থাকলেও অনেকের সাধ্য থাকে না। ‌
advertisement
2/6
এবার ভোজন প্রেমীদের জন্য ফাস্টফুডের আদর্শ ঠিকানা পুরুলিয়াতে। পুরুলিয়ার ঝালদার কোটশিলা টালি সেন্টারের পাশের একটি ফুডস্টলে মিলছে মাত্র পাঁচ টাকায় চাউমিন।
advertisement
3/6
দ্রব্যমূলের বাজারে পাঁচ টাকায় চাউমিন বিক্রি করে সর্বত্র সারা ফেলে দিয়েছেন কোটশিলার দুই ভাই গুল্লু কুমার ও গুড্ডু কুমার। ‌ প্রত্যেকদিন প্রায় ২০০ থেকে ২৫০ প্লেট চাউমিন বিক্রি হয় তাঁদের দোকানে।
advertisement
4/6
গুল্লু কুমার জানান, গত ১৮ বছর ধরে তাঁদের এই দোকান রয়েছে। অনেক সময়ই টাকার অভাবে মানুষ রোল, চাউমিনের মতো লোভনীয় খাবারগুলো খেতে পারেন না। তাঁদের কথা মাথায় রেখেই তাঁদের দোকানে ৫ টাকায় মিলছে চাউমিন
advertisement
5/6
দোকানে চাউমিন কিনতে আসা ছোট্ট ক্রেতা লক্ষ্মী কুমার ও কিরণ কুমার বলে,' আর কোথাও এত কম দামে চাউমিন পাওয়া যায় না। তাই আমরা বরাবর এখান থেকেই চাউমিন কিনি।'
advertisement
6/6
আজকাল যখন সব জিনিসেরই দাম আকাশছোঁয়া, সেখানে মাত্র ৫ টাকার বিনিময়ে মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন কোটশিলার দুই ভাই
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
5 rupees Chowmein:চাউমিন ভালবাসেন? এবার মাত্র ৫ টাকায় মিলছে জিভে জল আনা চাউমিন,কোথায় জানেন, পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল