Siliguri Darjeeling Bus Service: মাত্র ১০৫ টাকায় দার্জিলিং! টয় ট্রেন, শেয়ার কার নয়! কীভাবে যাবেন শিলিগুড়ি থেকে, গাদা গাদা টাকা খরচ করার আগে জানুন
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri Darjeeling Bus Service: NBSTC-র উদ্যোগে মাত্র ১০৫ টাকায় শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়া এখন আরও সহজ। তেনজিং নোরগে টার্মিনাস থেকে প্রতিদিনের বাসের সময়সূচি জানুন
advertisement
1/5

পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে দার্জিলিং ভ্রমণের পরিকল্পনা করছেন? এখন আরও সহজ ও সাশ্রয়ী পথে পৌঁছে যেতে পারবেন সরকারি বাসে চেপে। উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহণ সংস্থা (NBSTC)-র উদ্যোগে শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সরকারি বাস পরিষেবা যাত্রীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। মাত্র ১০৫ টাকায় দার্জিলিং পৌঁছানো সম্ভব এই পরিষেবার মাধ্যমে। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
শিলিগুড়ি তেনজিং নোরগে সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে প্রতিদিন সকালে সাতটি বাস ছাড়ে দার্জিলিংয়ের উদ্দেশে। প্রথম বাস সকাল ৬টায়, তারপর যথাক্রমে ৬:২০, ৬:৪০, ৭:০০, ৮:০০, ৯:০০ ও ১০:০০ টায় বাসগুলি রওনা হয়। এই সাতটি বাস প্রতিদিন নিশ্চিতভাবে চালানো হয় বলে NBSTC সূত্রে জানা গেছে। তবে সকাল ১০টার পর আরও কয়েকটি বাস চলাচল করতে পারে, যা সম্পূর্ণভাবে নির্ভর করে ট্র্যাফিক পরিস্থিতির ওপর।
advertisement
3/5
বাসে ভ্রমণ করতে চাইলে যাত্রীদের এখন অফলাইন টিকিট কাউন্টার থেকেই টিকিট সংগ্রহ করতে হবে। আগে সকাল ৭টা ও ৮টার দুটি বাসের জন্য অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধা থাকলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। NBSTC কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শীঘ্রই অনলাইন টিকিট পরিষেবা ফের চালু করার পরিকল্পনা রয়েছে।
advertisement
4/5
শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছাতে সময় লাগে প্রায় ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা, তবে পাহাড়ি রাস্তায় জ্যাম থাকলে কিছুটা সময় বেশি লাগতে পারে। বাসগুলি সরাসরি শিলিগুড়ির তেনজিং নোরগে টার্মিনাস থেকে ছেড়ে দার্জিলিং বাস স্ট্যান্ডে পৌঁছে দেয়, যা পর্যটকদের জন্য একেবারে সুবিধাজনক ব্যবস্থা।
advertisement
5/5
বর্তমানে দার্জিলিং ভ্রমণের জন্য যাত্রীরা মূলত পাঁচটি পথ বেছে নিতে পারেন — সরকারি বাস (NBSTC), শেয়ারিং কার, প্রাইভেট কার বুকিং, টয় ট্রেন এবং বাইক ভাড়া। তবে স্বল্প খরচে ও নিরাপদ ভ্রমণ চাইলেই সরকারি বাস পরিষেবাই সেরা বিকল্প বলে মত পর্যটকদের।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Siliguri Darjeeling Bus Service: মাত্র ১০৫ টাকায় দার্জিলিং! টয় ট্রেন, শেয়ার কার নয়! কীভাবে যাবেন শিলিগুড়ি থেকে, গাদা গাদা টাকা খরচ করার আগে জানুন