TRENDING:

কনের সাজে ন্যুড মেকআপ? কিয়ারা, আথিয়াদের মতো লুক পেতে শুধু মেনে চলুন এই টিপসগুলো!

Last Updated:
ন্যুড মেকআপে কসমেটিক ব্যবহার করা হয় না, তা কিন্তু নয়। শুধু লুকের জন্য সামঞ্জস্যপূর্ণ রঙ বেছে নেওয়া হয়।
advertisement
1/7
কনের সাজে ন্যুড মেকআপ? কিয়ারা, আথিয়াদের মতো লুক পেতে শুধু মেনে চলুন এই টিপসগুলো!
কনের সাজে ন্যুড মেকআপ? চমকে দিয়েছেন কিয়ারা আদবানি। তারপর থেকে এটাই ট্রেন্ড। আসলে বিয়ের সাজ মানেই জমকালো। গাঢ় মেকআপ। ভারি গয়না। কিন্তু কনের সাজে কিয়ারার ন্যাচারাল লুক দেখে চোখ কপালে নেটিজেনদের। এভাবেও সাজা যায়!
advertisement
2/7
ন্যুড মেকআপ কী: ন্যুড মেকআপে কসমেটিক ব্যবহার করা হয় না, তা কিন্তু নয়। শুধু লুকের জন্য সামঞ্জস্যপূর্ণ রঙ বেছে নেওয়া হয়। যে কোনও ধরনের ত্বক এবং ত্বকের টোনেই ন্যুড মেকআপ ভাল খোলে। শুধু ত্বকের টোন অনুযায়ী মেকআপের রঙের প্যালেট বদলে যায়।
advertisement
3/7
ন্যুড মেকআপে রঙের প্যালেট: ন্যুড মেকআপে ত্বকের টোন অনুযায়ী কনসিলার এবং ফাউন্ডেশন ব্যবহার করা উচিত। ডার্ক সার্কেল, দাগ সব লুকিয়ে ফেলা যায়। আর যদি কনসিলার বা ফাউন্ডেশনে মুখের দাগ লুকানো না যায় তাহলে অবশ্যই কালার কারেক্টর ব্যবহার করতে হবে।
advertisement
4/7
ন্যুড মেকআপে লিপস্টিক বা আইশ্যাডোর রঙও ত্বকের টোনের সঙ্গে মেলাতে হয়। এছাড়া যে পণ্যই ব্যবহার করা হোক না কেন আগে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালভাবে ব্লেন্ড করে নিতে হবে।
advertisement
5/7
ন্যুড মেকআপের জন্য হালকা বাদামি, বেইজ এবং পিচ রঙ একেবারে পারফেক্ট। মনে রাখতে হবে, প্রতিটা প্রোডাক্ট ব্যবহারের পর কিছুটা সময় দিতে হবে, যাতে ত্বক সেটা ভালভাবে শুষে নিতে পারে। এতে মেকআপ ভাল দেখায়।
advertisement
6/7
দিন না রাত, ন্যুড মেকআপে কখন সবচেয়ে ভাল দেখায়: বিয়ে দিনে হোক বা রাতে, যে কোনও সময়েই ন্যুড মেকআপ করা যায়। হ্যাঁ, রাতে বিয়ে হলে গ্লিটারের সাহায্যে মেকআপকে আরও বোল্ড করা যায়।
advertisement
7/7
সেরা ন্যুড মেকআপের জন্য কী করতে হবে: রূপ বিশেষজ্ঞরা বলছেন, বাজারে এখন মেকআপ ইলুমিনেটর এসে গিয়েছে। ত্বক অনুযায়ী কিনে মেকআপের আগে ব্যবহার করা যায়। এতে ত্বকে চমৎকার চকচকে ভাব আসে। বলে রাখা ভাল, ইলুমিনেটর এক ধরনের ক্রিম। মুখে লাগালে ত্বক উজ্জ্বল হয়। ন্যুড মেকআপ আরও ভাল দেখায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কনের সাজে ন্যুড মেকআপ? কিয়ারা, আথিয়াদের মতো লুক পেতে শুধু মেনে চলুন এই টিপসগুলো!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল