TRENDING:

Side Effects of Wearing Kajal: পুজোর দিনে চোখে মোটা করে কাজল দিয়েই তাক লাগানোর প্ল্যান? সাবধান, কী বিপদ ডাকছেন জানেন?

Last Updated:
Side Effects of Wearing Kajal: দেখতে সুন্দর লাগলেও, চোখে সারাক্ষণ কাজল পরে থাকলে কী হয় জানেন? বাজারচলতি কৃত্রিম কাজলে থাকা রাসায়নিক চোখের জন্য কতটা নিরাপদ?
advertisement
1/9
পুজোর দিনে চোখে মোটা করে কাজল দিয়েই তাক লাগানোর প্ল্যান? কী বিপদ ডাকছেন জানেন?
চোখের সৌন্দর্য আরও ফুটিয়ে তুলতে কাজলেই ভরসা রাখে তরুণ প্রজন্ম। যে কোনও স্টাইলের মেক আপের ক্ষেত্রে ও কাজল অপরিহার্য। তবে রোজ কাজল পরা কি ভাল? সংশয়ে সবাই।
advertisement
2/9
দেখতে সুন্দর লাগলেও, চোখে সারাক্ষণ কাজল পরে থাকলে কী হয় জানেন? ডঃ সঞ্জনা পি জানাচ্ছেন, প্রাকৃতিক সুরমা চোখের জন্য ক্ষতিকর নয়। তবে বাজারচলতি কৃত্রিম কাজলে থাকা রাসায়নিক চোখের জন্য অত্যন্ত ক্ষতিকারক।
advertisement
3/9
বেশিক্ষণ কাজল পরে থাকলে সেটি চোখের সংস্পর্শে আসে। হতে পারে সীসার বিষক্রিয়া। সেক্ষেত্রে চোখ থেকে ক্ষতিগ্রস্থ হবে সারা শরীর। কাজল থেকে হতে পারে চোখের ইনফেকশনও! ওয়াটার লাইনে কাজল থাকলে চোখের মধ্যে জন্ম নিতে পারে নানা জীবাণু।
advertisement
4/9
ওয়াটারলাইন বা ল্যাশলাইনে কাজল পরলে পোরস বা রোমকূপ আটকে ত্বকের সংক্রমণ দেখা দিতে পারে৷ চোখের প্রসাধনী থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে কর্নিয়ার সংক্রমণও৷
advertisement
5/9
কাজল পরে থাকলে চোখ শুকনো হয়ে যেতে পারে৷ চোখের পাতায় বা চোখের নীচে ড্রাই প্যাচেস দেখা যাবে৷
advertisement
6/9
রাসায়নিক কাজলের কণা চোখে ঢুকে গেলে অ্যালার্জির কারণও হতে পারে৷ অ্যালার্জি থেকে চুলকানি, চোখ ফুলে ওঠা বা চোখের ধারে সংক্রমণ হতে পারে৷
advertisement
7/9
আলোর দিকে তাকানোর ক্ষমতাও কমে যায় বেশি কাজল পরলে। কাজলের মধ্যে প্রাকৃতিক তেল এবং এবং মোম থাকে, যা চোখের ময়লা এবং জলের সঙ্গে মিশে নালি বন্ধ করে দেয়। এতে ব্রণ, ফুসকুড়ি এবং অন্যান্য প্রদাহ বাড়ে।
advertisement
8/9
কাজল চোখের পাতা নষ্ট করে। ভেঙে যায় আইল্যাশ, পড়ে যায় খুলে খুলে। আলোর দিকে তাকানোর ক্ষমতাও কমে যায় বেশি কাজল পরলে। কাজলের মধ্যে প্রাকৃতিক তেল এবং এবং মোম থাকে, যা চোখের ময়লা এবং জলের সঙ্গে মিশে নালি বন্ধ করে দেয়। এতে ব্রণ, ফুসকুড়ি এবং অন্যান্য প্রদাহ বাড়ে।
advertisement
9/9
চিকিৎসকের পরামর্শ হল, কেনার আগে ভাল ব্র্যান্ডের কাজল দেখে কিনুন। বিস্তারিত জানার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Side Effects of Wearing Kajal: পুজোর দিনে চোখে মোটা করে কাজল দিয়েই তাক লাগানোর প্ল্যান? সাবধান, কী বিপদ ডাকছেন জানেন?
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল