Shyama Poka Home Remedies: আলো জ্বালালেই ঘরে ঢুকে পড়ছে পোকা? এই সহজ উপায়ে এক সেকেন্ডে পালাবে সব পোকা-মশা!
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Insects Attack: আলো জ্বালালেই ঘরে ঢুকে যায় পোকা? শ্যামা পোকা থেকে শুরু করে সব পোকা কালী পুজোর আগে কেন ঢুকে পড়ে ঘরে? জানুন কীভাবে তাড়াবেন!
advertisement
1/8

কালীপুজো যেতেই উৎপাত শুরু শ্যামাপোকার। জগদ্ধাত্রী পুজোর আগে সারা বাড়ি জুড়ে তাণ্ডব চলছে তেনাদের। সন্ধ্যাবেলা আলো জ্বালাতেই হাজির হচ্ছে সবুজ পোকার দল। বাড়িঘর চলে যাচ্ছে তাদের দখলে। উপরন্তু কামড়েও নাজেহাল হতে হচ্ছে!
advertisement
2/8
প্রতিবছর অক্টোবর থেকে নভেম্বর মাসে গোটা বাংলা ছেয়ে যায় এই সবুজ পোকায়। আলো দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে। তার পর পুড়ে মরে দলে দলে। কী ভাবে তাড়াবেন এই শ্যামাপোকা? সহজ কিছু ঘরোয়া টোটকা প্রয়োগ করতে পারেন। যার সাহায্যে এই পোকার উপদ্রব কমানো যায়।
advertisement
3/8
নিমপাতার ডাল সুন্দর করে কেটে এনে ঘরের কোণায় ঝুলিয়ে রাখতে পারেন। পোকা-মাকড়ের জ্বালাতন কমে যাবে। এছাড়া নিমপাতা শুকিয়ে গুড়ো করে ছোট্ট এক টুকরো কাপড়ে পুঁটলি বানিয়ে ঘরের আসবাবপত্রের আড়ালে লুকিয়ে রাখুন। পোকামাকড় অনেকটাই কমে যাবে। রান্নাঘরের জন্যও একই পরামর্শ।
advertisement
4/8
গোলমরিচ এই পোকা তাড়াতে খুব সাহায্য করে। এর জন্য এক কাপ জলে ২ চা চামচ গোলমরিচ গুড়ো গুঁড়ো মিশিয়ে নিন। তারপর একটি স্প্রে বোতলে ভরে বাড়ির সব জায়গায় ছিটিয়ে দিন। দেখবেন গোলমরিচ বাড়িতে পোকামাকড় আসতে দেবে না।
advertisement
5/8
নির্দিষ্ট ঘরের লাইটে পোকার উপদ্রব বেশি হলে কোনও পাত্রে বেশকিছু জল নিয়ে অল্প একটু কেরোসিন মিশিয়ে ঘরের যে লাইটে পোকামাকড়ের উপদ্রব হয় তার নিচে পেতে রেখে দিতে পারেন। প্রচুর পোকামাকড় মারা পড়বে।
advertisement
6/8
প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেই ঘরবাড়ি ঝাড়ু দিন যাতে কোনও পোকামাকড় না থাকে। এরপর লিকুইড এন্টিসেপটিক দিয়ে ঘর মুছে নিন। সহজে পোকামাকড়ের আসবে না।
advertisement
7/8
পতঙ্গবীদ পাপাই ভট্টাচার্য জানিয়েছেন, এই সময় প্রত্যেক বছরই নানারকম কীটপতঙ্গের সংখ্যা বৃদ্ধি পায়। যে সমস্ত জায়গা গাছপালার সংখ্যা বেশি, সেই সমস্ত জায়গায় পোকা একটু বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। একইভাবে এই সময় মশার উৎপাত বেড়ে যায়। আর সমস্ত পোকার ধর্ম আলোর প্রতি আকর্ষিত হওয়া। কিন্তু লাইট বন্ধ করে রেখে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে না। কারণ আলো জ্বালালেই এই পোকাগুলি আবার ঝাঁকে ঝাঁকে উড়ে আসবে।
advertisement
8/8
রিনা কুমার বলেন,' পোকামাকড়ের হাত থেকে পরিত্রাণ পেতে, বেকিং সোডা এবং লেবুর রস ব‍্যবহার করতে পারেন। এক কাপ জলে এক চা চামচ বেকিং সোডা এবং ২টি লেবুর রস ছেঁকে নিন। এবার এই দ্রবণটি একটি স্প্রে বোতলে ভরে ঘরের সব কোণায় স্প্রে করুন। এতে ঘরে উপস্থিত পোকামাকড় সঙ্গে সঙ্গে ঘর থেকে চলে যাবে।'
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Shyama Poka Home Remedies: আলো জ্বালালেই ঘরে ঢুকে পড়ছে পোকা? এই সহজ উপায়ে এক সেকেন্ডে পালাবে সব পোকা-মশা!