Shankhalu in Diabetes: নামে আলু! জন্মও মাটির নীচে! ব্লাড সুগারে কি শাঁখালু খাওয়া যায়? এটা খেলে বাড়ে ব্লাড প্রেশার? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shankhalu in Diabetes: শীত পেরিয়ে বসন্তেও পাওয়া যায় মাটির নীচে হওয়ার এই ফল৷ অনেকের কাছেই মাটির নীচের এই ফল স্বাদহীন। ফলে বাজারে দেখেও আমরা কিনি না।
advertisement
1/6

আপেল, কমলালেবুর পাশে শীতের ফলের মধ্যে বিশেষ পাত্তা পায় না শাঁখালু৷ শীত পেরিয়ে বসন্তেও পাওয়া যায় মাটির নীচে হওয়ার এই ফল৷ অনেকের কাছেই মাটির নীচের এই ফল স্বাদহীন। ফলে বাজারে দেখেও আমরা কিনি না।
advertisement
2/6
কিন্তু জানেন কি সাদা রঙের এই ফল গুণের ভাণ্ডার। সস্তা দামের শাঁখালুর উপকারিতা সম্বন্ধে বলেছেন ডক্টর ওয়াটোমি ওলানিয়ি।
advertisement
3/6
শাঁখালুতে প্রচুর অদ্রবণীয় ফাইবার থাকে। এই ফাইবার হজমে সাহায্য করে। গ্যাস, অম্বল-সহ পেটের নানা সমস্যা দূর করে।
advertisement
4/6
ব্লাড সুগার থাকলেও শাঁখালু খাওয়া যেতে পারে নিশ্চিন্তে। এর গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে রক্তে শর্করার পরিমাণ দ্রুত বেড়ে যায় না।
advertisement
5/6
শাঁখালুর পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম শরীরের সার্বিক কল্যাণের জন্য অত্যন্ত উপকারী। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও শাঁখালু কার্যকর।
advertisement
6/6
ব্লাড সুগার এবং হাইপ্রেশার দুই রোগের ক্ষেত্রেই শাঁখালু রাখা যায় ডায়েটে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Shankhalu in Diabetes: নামে আলু! জন্মও মাটির নীচে! ব্লাড সুগারে কি শাঁখালু খাওয়া যায়? এটা খেলে বাড়ে ব্লাড প্রেশার? জানুন