শ্যাম্পুর পাতা কেনা লাভ নাকি বোতল? বেশি থাকে কোনটায়! বড় রহস্য ফাঁস
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shampoo Pouch vs bottle- অনেকেই জানেন না, শ্যাম্পুর আবিষ্কার হয়েছিল ভারতেই। একটা সময় ভেষজ সেদ্ধ করে তা থেকে নির্যাস বের করা হত। সেটাই ছিল সেই আমলের শ্যাম্পু।
advertisement
1/7

শ্য়াম্পুর পাতা কিনলে লাভ! নাকি বোতল কিনলে! অনেকেই এই উত্তর খুঁজে বেড়ান। আজ আমরা বড় রহস্যের উন্মোচন করব।
advertisement
2/7
অনেকেই জানেন না, শ্যাম্পুর আবিষ্কার হয়েছিল ভারতেই। একটা সময় ভেষজ সেদ্ধ করে তা থেকে নির্যাস বের করা হত। সেটাই ছিল সেই আমলের শ্যাম্পু।
advertisement
3/7
১৮১৪ সালে প্রথম ব্রিটেনকে শ্যাম্পুর কথা জানানো হয় ভারতের তরফে। ভারতীয় ব্যবসায়ী দীন মহম্মদ শ্যাম্পুর কথা জানান।
advertisement
4/7
ধরুন আপনি একটি সংস্থার শ্যাম্পুর পাতা কিনলেন এক টাকা দিয়ে। তাতে আপনি ৬ এমএল শ্যাম্পু পাবেন।
advertisement
5/7
ধরা গেল সেই একই ব্র্যান্ডের শ্যাম্পুর ১০০ এমএল বোতলের দাম ৬০ টাকা। এবার আপনি ভেবে দেখুন, ৬০ টাকার শ্যাম্পুর পাতা কিনলে আপনি পাবেন ৩৬০ এমএল শ্যাম্পু।
advertisement
6/7
আসলে সংস্থাগুলি মনে করে, শ্যাম্পুর বোতল কেনে উচ্চবিত্তরা। আর শ্যাম্পুর পাতা বাজারে থাকে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষের জন্য।
advertisement
7/7
তবে একগাদা শ্যাম্পুর পাউচ কিনলে তা প্রচুর প্লাস্টিক বর্জ্য তৈরি করে। সেক্ষেত্রে বোতল কিনে আপনি প্রকৃতিতে দূষণ অনেকটা কমাতে পারেন।