TRENDING:

Seed Benifit: গুণে ঠাসা ফল, বীজকে ছুঁড়ে ফেলে দেন, কী সর্বনাশ করে ফেলছেন জানেন, গুণের খাজানা এই সিডস

Last Updated:
Seed Benifit: শীতের শুধু এই ফল নয়! ফলের বীজেও রয়েছে একাধিক গুণ! জেনে নিন বিস্তারিত
advertisement
1/7
গুণে ঠাসা ফল, বীজকে ছুঁড়ে ফেলে দেন,কী সর্বনাশ করে ফেলছেন জানেন,গুণের খাজানা বীজ
কমলালেবুর কোয়া খেতে সুস্বাদু টক-মিষ্টি স্বাদ লাগলেও হঠাৎ বীজে কামড় পড়লেই মুখ তেতো হয়ে যায় মুহূর্তে। আসলে কমলালেবু খেতে মিষ্টি হলেও এর বীজ হয় তেতো ধরনের।
advertisement
2/7
অভিজ্ঞ পুষ্টিবিদ চিকিৎসক দিব্যা নাজ জানান, কমলালেবুর বীজের কোনও গুণ নেই এটা ঠিক নয়। আসল সত্যিটা হল এই বীজ শরীরের একাধিক ঘাটতি মেটায়।
advertisement
3/7
কমলালেবুর মতো এর বীজেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। এই বীজ শরীর থেকে টক্সিক পদার্থ বের করে। এছাড়াও স্ট্রেস দূর করতে সাহায্য করে এই বীজ।
advertisement
4/7
এই বীজে রয়েছে ভিটামিন-C, ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট। এই পুষ্টি উপাদানগুলি সংক্রমণ এড়াতে সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে।
advertisement
5/7
এই বীজের মধ্যে রয়েছে পালমিটিক, ওলেইক ও লিনোলেইক নামের তিনটি গুরুত্বপূর্ণ ‍অ‍্যাসিড। এই অ্যাসিডগুলি মানব দেহের কোষকে সুস্থ রাখতে দারুণ ভাবে সাহায্য করে।
advertisement
6/7
কমলালেবুর বীজেও কিন্তু দারুণ পুষ্টিগুণ রয়েছে‌। এই বীজ ত্বকের সমস্যা দূর করে। নিয়মিত যাঁরা রূপচর্চা করেন তাঁরাও এই বীজ দিয়েও ত্বকের যত্ন নিতে পারেন।
advertisement
7/7
কমলালেবুর বীজ দিয়ে প্রথমে তেল বানিয়ে নিন। শীতে এই তেল খুসকি দূর করতে দারুণ সাহায্য করে। তাছাড়া বীজ থেকে তৈরি তেল স্ক্যাল্প কোনও সংক্রমণ হলে সারিয়ে তোলে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Seed Benifit: গুণে ঠাসা ফল, বীজকে ছুঁড়ে ফেলে দেন, কী সর্বনাশ করে ফেলছেন জানেন, গুণের খাজানা এই সিডস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল