TRENDING:

Tamarind Demand: তেঁতুলের দাম এত? টমেটোর আকালে হঠাৎই তেঁতুলের দাম চড়ছে হুহু করে, চমকে যাবেন

Last Updated:
Tamarind Demand: তাঁরা বলছেন, টমেটো বাদে লেবু ও তেঁতুল ভারতের বিভিন্ন অংশে বহুল ব্যবহৃত হয়৷
advertisement
1/5
তেঁতুলের দাম এত? টমেটোর আকালে হঠাৎই তেঁতুলের দাম চড়ছে হুহু করে, চমকে যাবেন
তেঁতুলের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে! অনেকেই বুঝতে পারছেন না, ঠিক কেন এ ভাবে তেঁতুলের দাম বাড়ছে৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এর পিছনে একমাত্র কারণ টমেটো৷ হ্যাঁ, তেঁতুলের দাম বৃদ্ধির কারণ টমেটো৷
advertisement
2/5
তাঁরা বলছেন, টমেটো বাদে লেবু ও তেঁতুল ভারতের বিভিন্ন অংেশ বহুল ব্যবহৃত হয়৷ টমেটোর দাম আকাশ ছোঁয়া হওয়া হওয়ায় অনেকেই টকের স্বাদ পেতে তেঁতুলের দিকে ঝুঁকেছেন, আর তাতেই তেঁতুলের চাহিদা বেড়েছে হুহু করে৷
advertisement
3/5
মূলত দক্ষিণ ভারতে রান্নায় তেঁতুলের ব্যবহার সবচেয়ে বেশি৷ সেখানে প্রায় সমস্ত রান্নাতেই তেঁতুলের ব্যবহার করা হয়৷ সেখানে টমেটোর বদলি হিসাবে তেঁতুল অনেকে তুলে নিয়েছেন পাতে৷ পাশাপাশি, বাংলাতেও তেঁতুলের বহু ব্যবহার আছে৷
advertisement
4/5
কত দাম হয়েছে তেঁতুলের? বলা হয়েছে, আগে, মানে টমেটো সংকট তৈরি হওয়ার আগে কেজি প্রতি তেঁতুল বিক্রি হচ্ছিল ৮০ থেকে ২০০ টাকার মধ্যে৷ সেটাই হঠাৎ করে ফারাক হয়ে গিয়েছে ৪০ টাকার৷ সর্বনিম্ন দাম এখন বেড়ে হয়েছে ১২০ টাকা৷
advertisement
5/5
গত বছরের থেকে এ বছরে টমেটোর দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার পাশাপাশি, তেঁতুলের এমন মূল্যবৃদ্ধি নতুন করে আশঙ্কা তৈরি করছে৷ তা হলে কী টক জাতীয় দ্রব্য এ বার বাদের তালিকায় রাখতে হবে মধ্যবিত্তকে, আশঙ্কা বাড়ছে তা নিয়ে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tamarind Demand: তেঁতুলের দাম এত? টমেটোর আকালে হঠাৎই তেঁতুলের দাম চড়ছে হুহু করে, চমকে যাবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল