Scabies Disease: মানুষের চামড়া ফুটো করে ডিম পাড়ছে এই পোকা! ভয়ঙ্কর রোগ ছড়াচ্ছে উত্তরপ্রদেশে
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Scabies Disease: এই পোকার আতঙ্ক লখনউতে সম্প্রতি খুব বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন এই পোকার কামড়ে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সরকারি হাসপাতালগুলিতে
advertisement
1/9

উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে রহস্যময় পোকার সন্ধান মিলেছে। এই পোকার কামড়ে মানুষ ভয়ঙ্কর চর্মরোগে আক্রান্ত হচ্ছেন। (প্রতীকী ছবি)
advertisement
2/9
এই পোকার আতঙ্ক লখনউতে সম্প্রতি খুব বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিন এই পোকার কামড়ে আক্রান্তদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সরকারি হাসপাতালগুলিতে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/9
লখনউয়ের লোকবন্ধু জয়েন্ট হাসপাতালের চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ বিমল সিং বলেন, এই রোগটিকে স্ক্যাবিস বলা হয়। এই ছোট পোকার কামড় এমন রোগ ছড়ায়। এতে প্রচুর চুলকানি হয়, বিশেষ করে রাতে রোগী ঘুমাতে পারে না। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/9
এই রোগটিতে বাড়ির একজন ব্যক্তি এ আক্রান্ত হলে সবাইকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। শীতকালে অনেক সময়ে আমরা এই জ্যাকেট, সোয়েটার, কম্বল বা চাদর বেশি ব্যবহার করি, তাই এই রোগ ছড়ানোর আশঙ্কা বেশি থাকে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/9
ডাঃ বিমল সিং-এর মতে, এই পোকাটি দেখতে একটি ছোট বাদামি পিঁপড়ের মতো, যা প্রায় ০.৩ মিমি লম্বা। স্ক্যাবিসের কারণ হল, এই পোকা ত্বকের নীচে ছোট ফুটো তৈরি করে এবং এতে খুব চুলকানি সৃষ্টি করে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/9
তিনি বলেন, এটি ত্বকে ছিদ্র করে এবং ত্বকে ছোট গর্ত তৈরি হয়, যেখানে স্ত্রী পোকা ডিম পাড়ে। ডিম ফুটলে তা থেকে বের হওয়া ছোট পোকাগুলো ত্বকের বিভিন্ন দিকে ছড়াতে শুরু করে। এই পোকাগুলো কাপড় বা বিছানায় ৩ থেকে ৪ দিন বেঁচে থাকতে পারে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/9
জানা গিয়েছে, স্ত্রী পোকা প্রতিদিন প্রায় ৩ থেকে ৪টি ডিম পাড়ে এবং ৩০টি ডিম দেওয়ার পরে মরে যায়। এর অর্থ সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায়।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/9
স্ক্যাবিসের লক্ষণ , রাতে চুলকানি, ত্বকে ক্ষত তৈরি হয়, ত্বকও পাতলা হয়ে যায়, শরীরে ফুসকুড়িও দেখা দেয়। এমন কোনও রোগ হলে অবিলম্বে চিকিৎসকের সঙ্গে দেখা করা প্রয়োজন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
9/9
চিকিৎসক ডাঃ বিমল সিং জানান, এর চিকিৎসা সম্ভব। সুস্থ হতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। সঠিক সময়ে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা খুব প্রয়োজন।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Scabies Disease: মানুষের চামড়া ফুটো করে ডিম পাড়ছে এই পোকা! ভয়ঙ্কর রোগ ছড়াচ্ছে উত্তরপ্রদেশে