Sawan Somvar 2023: আজ শ্রাবণের সোমবার, সন্ধ্যায় কী করলে পুণ্য ও অর্থলাভ হবে, জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sawan Somvar 2023: এই পুণ্যতিথিতে বিশেষ কিছু আচরণে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস
advertisement
1/8

শ্রাবণ মাসের সোমবার শিবভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এই পুণ্যতিথিতে বিশেষ কিছু আচরণে মহাদেবের আশীর্বাদ পাওয়া যায় বলেই বিশ্বাস।
advertisement
2/8
এই তিথিতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। তার পর সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস ব্রত পালন করুন।
advertisement
3/8
দিনভর নিষ্ঠা ভরে পুজো করার পর রাতে সাত্তিক খাবারে উপবাস ভঙ্গ করুন। পুজো নিবেদনের জন্য যেতে পারেন কোনও শিব মন্দিরে। অথবা বাড়িতেই আরাধনা করতে পারেন মহাদেবের।
advertisement
4/8
মহাদেবকে নিবেদন করুন পঞ্চামৃত। দুধ এবং জল উৎসর্গ করুন ভগবান শিবকে৷
advertisement
5/8
মহাদেবকে পুষ্পার্ঘ্যর পাশাপাশি দিন বেলপত্র, সুপারি এবং নারকেল৷
advertisement
6/8
সন্ধ্যায় মহাদেবের আরতি করার পর পুজো সমাপনে সাত্তিক খাবার খেয়ে উপবাস ভঙ্গ করুন৷ ভক্তদের মধ্যে বিতরণ করুন পুজোর প্রসাদ৷
advertisement
7/8
এদিন ব্রতীরা খেতে পারেন নুনবিহীন ভাজা, ফল, ধোকলা, শ্রীখণ্ড, সাবুদানা খিচুড়ি, টকদই এবং ছাঁচ৷ অতিরিক্ত তেল,নুন, মশলা দেওয়া খাবার এই পুণ্যদিনে খাবেন না৷
advertisement
8/8
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sawan Somvar 2023: আজ শ্রাবণের সোমবার, সন্ধ্যায় কী করলে পুণ্য ও অর্থলাভ হবে, জানুন