Sawan Sankranti 2023: শ্রাবণ সংক্রান্তিতে আজ মনসাপুজো, জেনে নিন এই পবিত্র দিনে পুণ্য অর্জনের জন্য কী করবেন, কী করবেন না
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sawan Sankranti 2023:শ্রাবণের শেষ দিন বা শ্রাবণ সংক্রান্তিও অত্যন্ত পুণ্যদিন৷
advertisement
1/7

পঞ্জিকা মতে আজ, শুক্রবার শেষ হচ্ছে শ্রাবণমাস৷ অর্থাৎ এ বছর সেদিনই শ্রাবণ সংক্রান্তি৷ তবে বাংলার বাইরে অন্য ক্যালেন্ডার মতে এখনও শেষ হয়নি শ্রাবণমাস৷
advertisement
2/7
এমনিতেই সনাতনী মতে শ্রাবণমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ও পবিত্র৷ এই মাসে শিবের উপাসনা করা হয়৷ শ্রাবণের শেষ দিন বা শ্রাবণ সংক্রান্তিও অত্যন্ত পুণ্যদিন৷ ধরে নেওয়া হয় শরতের আগমন ঘটতে চলেছে৷
advertisement
3/7
শ্রাবণ সংক্রান্তিতে সূর্যদেব বা আদিত্যর পুজো করা হয়৷ এই দিনে সূর্যদেবের পুজো করা বিশেষ মাহাত্ম্য রয়েছে৷ এই দিনে মধু এবং ঘি খাওয়া অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়৷
advertisement
4/7
শ্রাবণ সংক্রান্তিতে পুণ্যার্থীরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে অবগাহন মুহূর্তে সূর্যদেবের পুজোপাঠ করেন৷ স্তোত্র পাঠ করে তামার পাত্রে জল উৎসর্গ করা হয় সূর্যদেবের প্রতি৷
advertisement
5/7
শ্রাবণ সংক্রান্তিতে পুজো করা হয় ভগবান বিষ্ণুদেবেরও৷ পুজোর পাশাপাশি এদিন দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে৷ দরিদ্রদের খাদ্য, বস্ত্র দান করুন৷ এতে পুণ্যলাভ করা যায় বলেই বিশ্বাস৷
advertisement
6/7
নদীমাতৃক বাংলার ঘরে ঘরে আজ পালিত হয় মনসাপুজোর পার্বণ৷ প্রধান পূর্ববঙ্গের রীতি হল শ্রাবণ সংক্রান্তিতে দেবী মনসার উপাসনা৷ উপবাস ব্রত পালন করে দুধ এবং কলা উৎসর্গ করে পুজো করা হয় দেবীর৷ পুজো সমাপনে সাত্তিক আহারে উপবাস ভঙ্গ করেন ব্রতীরা৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sawan Sankranti 2023: শ্রাবণ সংক্রান্তিতে আজ মনসাপুজো, জেনে নিন এই পবিত্র দিনে পুণ্য অর্জনের জন্য কী করবেন, কী করবেন না