Sawan Mangalvar 2023: আজ শ্রাবণের মঙ্গলবার, স্বামী ও সংসারের মঙ্গলকামনা ও পুণ্যসঞ্চয়ে পালিত হয় এই বিশেষ ব্রত
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sawan Mangalvar 2023: নববিবাহিতার কাছে এই দিনটি তাৎপর্যপূর্ণ৷ মনে করা হয় এই পুণ্যদিনে ব্রতপালন করলে স্বামীর দীর্ঘায়ু প্রাপ্তি হয়৷
advertisement
1/6

শাস্ত্রমতে শ্রাবণের সোমবারের মতো মঙ্গলবারগুলিও খুব গুরুত্বপূর্ণ৷ এই দিনটিকেও সপ্তাহের মধ্যে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়৷ বিশেষ করে নববিবাহিতার কাছে এই দিনটি তাৎপর্যপূর্ণ৷ মনে করা হয় এই পুণ্যদিনে ব্রতপালন করলে স্বামীর দীর্ঘায়ু পূর্ণ হয়৷
advertisement
2/6
শ্রাবণী মঙ্গলবারে পালিত হয় মঙ্গলগৌরী ব্রত৷ বহু প্রাচীনকাল থেকেই পালিত হয়ে আসছে এই বিশেষ রীতি এবং ব্রত৷ এই ব্রত পালনে সব উপকরণ ১৬ টি করে নেওয়া হয়৷ বিবাহিতারা নিষ্ঠাভরে স্বামীর সুস্থ জীবন এবং দীর্ঘায়ু কামনা করেন৷
advertisement
3/6
প্রচলিত রীতি হল, বিয়ের পর ৫ বছর ধরে এই ব্রত পালন করে যাওয়া৷ পঞ্চম বর্ষ ধরে ব্রত পালনের পর শ্রাবণের শেষ মঙ্গলবার এই ব্রত উদযাপন করা হয়৷
advertisement
4/6
শ্রাবণের মঙ্গলবার ব্রতীরা খুব ভোরে উঠে স্নান সারেন৷ তার পর মঙ্গলা গৌরী-র ছবি অথবা মূর্তির সামনে এই ব্রত সঙ্কল্প করেন৷ এর পর প্রদীপ প্রজ্বলন করা হয়৷
advertisement
5/6
রীতি এবং ঐতিহ্য পালন করে এই ব্রত পালন করার পাশাপাশি এই বিশেষ দিনে দরিদ্রদের দান করার রেওয়াজও প্রচলিত৷ মনে করা হয় এই পুণ্যদিনে দানব্রত পালন করলে পুণ্যসঞ্চয় এবং সংসারের মঙ্গল হয়৷
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sawan Mangalvar 2023: আজ শ্রাবণের মঙ্গলবার, স্বামী ও সংসারের মঙ্গলকামনা ও পুণ্যসঞ্চয়ে পালিত হয় এই বিশেষ ব্রত