TRENDING:

বাজার থেকে আর কিনতে হবে না দামি দামি ক্রিম, দেশীয় এই ভেষজটিই হয়ে উঠবে ত্বকের রক্ষাকবচ, তবে জেনে নিতে হবে এটি ব্যবহারের সঠিক উপায়

Last Updated:
Satyanashi Health Benefits: এর মধ্যে অন্যতম হল সত্যনাশী গাছ। যা বাংলায় আবার শিয়ালকাঁটা নামে পরিচিত। এই গাছ এবং গাছের পাতাগুলি কাঁটায় ভরে থাকে। আর তাতে হলুদ রঙের সুন্দর ছোট ছোট ফুল ফুটে থাকতেও দেখা যায়। 
advertisement
1/6
বাজার থেকে আর কিনতে হবে না দামি দামি ক্রিম, দেশীয় এই ভেষজটিই হয়ে উঠবে ত্বকের রক্ষাকবচ
Report-Nisha Rathore: হামেশাই আমাদের বাড়ির চারপাশে নানা প্রজাতির গাছপালা দেখা যায়। যেগুলির আয়ুর্বেদিক গুণাগুণ সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। অথচ এই গাছগুলি একপ্রকার অযত্নে-অবহেলাতেই বড় হয়। আর আমরাও সেগুলিকে আগাছা ভেবে সাধারণত ভুল করে থাকি। এর মধ্যে অন্যতম হল সত্যনাশী গাছ। যা বাংলায় আবার শিয়ালকাঁটা নামে পরিচিত। এই গাছ এবং গাছের পাতাগুলি কাঁটায় ভরে থাকে। আর তাতে হলুদ রঙের সুন্দর ছোট ছোট ফুল ফুটে থাকতেও দেখা যায়।
advertisement
2/6
আমরা অনেক সময় রাস্তায় হাঁটার সময় কিংবা মাঠেঘাটে, নালার ধারে এই কাঁটাযুক্ত গাছ লক্ষ্য করে থাকি। তবে এই সত্যনাশী গাছের উপর আমরা বিশেষ মনোযোগ দিই না কেবল আগাছা ভেবেই। অথচ অনেকেই জানেন না যে, এই গাছটি ত্বক সংক্রান্ত একাধিক সমস্যা অনায়াসে নিরাময় করতে সক্ষম। আর এর আয়ুর্বেদিক গুণাগুণও চমকে দেওয়ার মতোই!
advertisement
3/6
সত্যনাশী নামে এই গাছটি ইংরাজিতে মেক্সিকান প্রিকলি পপি-ও বলা হয়ে থাকে। আয়ুর্বেদ বিশারদরা বলেন যে, অনেকেই এটিকে জংলি গাছ বলেই ভাবেন। সেই সঙ্গে এ-ও মনে করেন যে, এই গাছটি কোনও কাজেরই নয়। অথচ এর উপকারিতা চমকপ্রদ। আয়ুর্বেদ শাস্ত্রে এটিকে খুবই কার্যকর বলে গণ্য করা হয়। বিশেষ করে চুলকানি, দাদ, ফোঁড়া, একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যার চিকিৎসার ক্ষেত্রে তো বটেই!
advertisement
4/6
সত্যনাশী গাছ থেকে সাদা দুধের মতো পদার্থ নির্গত হয়। আর গ্রামীণ এলাকার মানুষ এই দুধের মতো সাদা পদার্থ সরাসরি ত্বকে লাগিয়ে নেন। আসলে এই পদার্থটির মধ্যে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিফাঙ্গাল-ধর্মী গুণাগুণ বর্তমান। যা দ্রুত সংক্রমণ নিরাময় করে। আর এর প্রয়োগে ক্ষতও দ্রুত সেরে যায়। এর সবচেয়ে বড় সুবিধা হল - এটি সহজলভ্য। আর এই গাছ ব্যবহার করে চিকিৎসায় তেমন কোনও খরচও হয় না।
advertisement
5/6
আজকালকার দিনে ছোটখাটো ত্বকের সমস্যার জন্য মানুষ সাধারণত দামি দামি ক্রিম কিনে থাকেন। কিন্তু এর মধ্যে থাকে রাসায়নিকও। সেখানে এই দেশীয় উদ্ভিদটি একটি সস্তা এবং প্রাকৃতিক সমাধান হিসেবে অত্যন্ত কার্যকর। তবে এটিকে শনাক্ত করতে হবে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহারও করতে হবে। তাই রাস্তার ধারে বা মাঠেঘাটে এই কাঁটাযুক্ত গাছটিকে যদি চোখে পড়ে, তাহলে এটিকে উপেক্ষা না করে বাড়িতে নিয়ে আসা যেতে পারে। কারণ ত্বকের সমস্যার চিকিৎসায় অসাধারণ ভাবে কাজ করে এটি।
advertisement
6/6
তবে এক্ষেত্রে একটা কথা মনে রাখা আবশ্যক যে, সত্যনাশী সামান্য বিষাক্তও বটে! তাই সঠিক তথ্য বা চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি সেবন করা একেবারেই উচিত নয়। এমনকী ত্বকে প্রয়োগ করার সময়েও স্বল্প পরিমাণে প্রয়োগ করতে হবে। কিংবা প্রথমে ত্বকে একটি প্যাচ টেস্ট করে নিতে হবে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বাজার থেকে আর কিনতে হবে না দামি দামি ক্রিম, দেশীয় এই ভেষজটিই হয়ে উঠবে ত্বকের রক্ষাকবচ, তবে জেনে নিতে হবে এটি ব্যবহারের সঠিক উপায়
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল