TRENDING:

Sattu in Weight Loss: ছাতু খেয়েই কমবে ব্লাড সুগার ও ওজন! শুধু শরবতের বদলে খান এভাবে

Last Updated:
Sattu in Weight Loss: ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে সুস্থ থাকতে রোজই ডায়েটে রাখা যায় ছাতু৷ দীর্ঘ ক্ষণ পেটে থাকে ছাতু৷ ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে ছাতু খেতে হবে৷
advertisement
1/8
ছাতু খেয়েই কমবে ব্লাড সুগার ও ওজন! শুধু শরবতের বদলে খান এভাবে
খাদ্যগুণের জন্য ছাতুকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস৷ প্রোটিন, ফাইবার, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রচুর পরিমাণে আছে ছাতুতে৷
advertisement
2/8
ভারতের মতো গ্রীষ্মপ্রধান দেশে সুস্থ থাকতে রোজই ডায়েটে রাখা যায় ছাতু৷ বলছেন পুষ্টিবিদ লিমা মহাজন৷
advertisement
3/8
ছাতুর প্রোটিন সাহায্য করে পেশিগঠনে৷ ফাইবার ভাল রাখে হজমশক্তি৷
advertisement
4/8
দীর্ঘ ক্ষণ পেটে থাকে ছাতু৷ ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমে৷ তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে ছাতু খেতে হবে৷
advertisement
5/8
ছাতুর গ্লাইসেমিক ইনডেক্স কম৷ ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে৷ ব্লাড সুগার বা ডায়াবেটিস থাকলে ছাতু নিয়মিত খেতে পারেন৷
advertisement
6/8
নানা উপকরণে ছাতু মেখে বা শরবত করে খেতেই আমরা অভ্যস্ত৷ তবে আরও এক অভিনব উপায়ে ছাতু খেতে পারেন৷ সেটা হল ছাতুর বার৷
advertisement
7/8
ছাতুর সঙ্গে মিশিয়ে নিন ব্লেন্ড করা খেজুর এবং দারচিনি গুঁড়ো৷ তার পর ওই মিশ্রণে পিনাট বাটার মিশিয়ে ভাল করে ব্লেন্ড করুন৷
advertisement
8/8
এ বার ছাঁচ বা মোল্ডে ওই মিশ্রণ রেখে কয়েক ঘণ্টার জন্য ফ্রিজে রাখুন৷ জমে গেলে মোল্ড থেকে বার করে পছন্দসই আকারে কেটে নিন৷ আপনার পুষ্টিকর ছাতুর বার তৈরি৷ খিদে পেলে খান স্ন্যাক্স হিসেবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sattu in Weight Loss: ছাতু খেয়েই কমবে ব্লাড সুগার ও ওজন! শুধু শরবতের বদলে খান এভাবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল