Sara Tendulkar: এলো চুলে জুঁইয়ের মালা! গণেশ চতুর্থীতে নজর কাড়লেন সচিনকন্যা সারা! পরনের শাড়ির আকাশছোঁয়া দাম জানলে চমকে যাবেন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sara Tendulkar: নজর কেড়ে নেন সারা তেন্ডুলকর৷ সচিনকন্যার পরনে ছিল ট্রেন্ডি শাড়ি
advertisement
1/5

মুম্বইয়ে পুরোদমে চলছে গণেশ চতুর্থীর উৎসব৷ গণপতি পার্বণ উপলক্ষে মুকেশ অম্বানীর বাসভবন অ্যান্টিলিয়ায় বসেছিল চাঁদের হাট৷ রঙিন কেতাদুরস্ত সাজে ধরা দেন বলিউডের তরুণ প্রজন্ম৷ তাঁদের মধ্যে নজর কেড়ে নেন সারা তেন্ডুলকর৷ সচিনকন্যার পরনে ছিল ট্রেন্ডি শাড়ি৷
advertisement
2/5
ডিজাইনার গোপী বৈদ্যর পোশাক সম্ভার থেকে পোশাক বেছেছিলেন সারা৷ তাঁর অঙ্গে ছিল প্রচুর কুঁচি বা রাফল দেওয়া লেমন ইয়েলো রঙের শাড়ি৷ সোনালি জরি ও চুমকির কারুকাজ করা শাড়ির যোগ্য সঙ্গত গভীর ভি শেপের নেকলাইন ব্লাউজ৷
advertisement
3/5
শিফন ও তসর সিল্কের সুতোয় বোনা শাড়ির রং ফ্লুরোসেন্ট ইয়েলো৷ শাড়ি ও ব্লাউজে জ্বলজ্বল করছে সোনালি জরি ও চুমকির কাজ৷ ডিজাইনার গোপীর ওয়েবসাইট অনুযায়ী ‘অবসর শাড়ি’ রেঞ্জের এই পোশাকের দাম ৪৮ হাজার ৫০০ টাকা৷
advertisement
4/5
আধুনিক সাজের এই শাড়ির সঙ্গে সারার সাদ ছিল ছিমছাম৷ কুন্দন কাজের সোনার নেকলেস, ভারী ঝোলা দুল পরেছিলেন৷ হাতে হাল্কা ডিজাইনের চুরি৷ লুমিনিসেন্ট মেকআপের সঙ্গে সাজের আকর্ষণ তাঁর কোরাল লিপ এবং অবশ্যই কপালে ছোট্ট বিন্দি৷
advertisement
5/5
কেশসজ্জার ক্ষেত্রেও বেশি পরীক্ষা নিরীক্ষা করেননি সারা৷ হাল্কা বাদামি রঙের চুলে এলোচুলে পনিটেল করেছিলেন তিনি৷ তার চারপাশে জড়ানো ছিল জুঁইয়ের মালা৷ তাঁর সাজে মুগ্ধ অনুরাগীরা৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sara Tendulkar: এলো চুলে জুঁইয়ের মালা! গণেশ চতুর্থীতে নজর কাড়লেন সচিনকন্যা সারা! পরনের শাড়ির আকাশছোঁয়া দাম জানলে চমকে যাবেন