General Knowledge: Sand মানে বালি, Witch মানে ডাইনি! তাহলে পাউরুটির খাবারের নাম Sandwich কেন? গল্প জানলে কপালে উঠবে চোখ!
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
General Knowledge:স্বাদে এবং গুণে স্যান্ডউইচের মতো খাবার বিরল। তৈরি করা সহজ। পেটও ভরে পুষ্টিকর উপাদানে। আধুনিক প্রজন্মের প্রিয় খাবারের মধ্যে অন্যতম স্যান্ডউইচ।পিকনিক হোক বা কাজের মাঝে টিফিন-স্যান্ডউইচ অতুলনীয়। কিন্তু পাউরুটির খাবারের নাম এরকম হল কেন?
advertisement
1/7

দু’ টুকরো পাউরুটির মাঝে ডিম, মাংস, সামুদ্রিক মাছ বা সবজি-সঙ্গে মাখন, মেয়োনিজ, নুন, গোলমরিচের ছিটে। চটজলদি তৈরি হয় স্যান্ডউইচ।
advertisement
2/7
স্বাদে এবং গুণে স্যান্ডউইচের মতো খাবার বিরল। তৈরি করা সহজ। পেটও ভরে পুষ্টিকর উপাদানে। আধুনিক প্রজন্মের প্রিয় খাবারের মধ্যে অন্যতম স্যান্ডউইচ।
advertisement
3/7
পিকনিক হোক বা কাজের মাঝে টিফিন-স্যান্ডউইচ অতুলনীয়। কিন্তু পাউরুটির খাবারের নাম এরকম হল কেন?
advertisement
4/7
Sand মানে বালি এবং Witch হল ডাইনি। তাহলে এরসঙ্গে পাউরুটির খাবারের সম্পর্ক কোথায়?
advertisement
5/7
সারাদিন জুয়াখেলায় ব্যস্ত থাকতেন জমিদার মন্টেগু। যাতে জুয়ার আসর থেকে উঠতে না হয় তার জন্য চটজলদি খাওয়ার ব্যবস্থা করেছিলেন। যাতে বসে খেলতে খেলতেই খেয়ে নেওয়া যায়।
advertisement
6/7
তাঁর নির্দেশেই জমিদারবাড়ির রন্ধনশিল্পী দুটো পাউরুটির মধ্যে মাংস রেখে বানিয়ে দেন নতুন খাবার। বানানো এবং খাওয়ার বন্দোবস্তের জন্য দ্রুত জনপ্রিয় হয় খাবারটি।
advertisement
7/7
4th Earl of Sandwich-এর নাম থেকেই তাঁর আবিষ্কৃত খাবারের নামকরণ হয় ‘Sandwich’। এতদিন তো খেয়েছেন প্রচুর। জানতে কি নামকরণের পিছনে এই পর্ব!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
General Knowledge: Sand মানে বালি, Witch মানে ডাইনি! তাহলে পাউরুটির খাবারের নাম Sandwich কেন? গল্প জানলে কপালে উঠবে চোখ!