Sandalwood Paste in Beauty Care: গরমে ত্বকের সমস্যায় জেরবার ব্যবহার করুন চন্দনের প্রলেপ, আরাম পাবেন নিমেষে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sandalwood Paste in Beauty Care: চন্দনের প্রলেপ আমাদের স্নিগ্ধতার পরশ দেয় গরমে৷ আবার ত্বকের যত্নও করে৷
advertisement
1/7

ঘরোয়া বহু উপকরণেই হাজির রূপটান ও রূপরহস্যের চাবিকাঠি৷ সেরকমই একটি উপাদান চন্দনবাটা৷ চন্দনের প্রলেপ আমাদের স্নিগ্ধতার পরশ দেয় গরমে৷ আবার ত্বকের যত্নও করে৷
advertisement
2/7
ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে চন্দন প্রলেপনের গুরুত্ব ও ব্যবহার দীর্ঘ দিনের প্রাচীন৷
advertisement
3/7
চন্দনবাটার সঙ্গে মিশিয়ে নিন সামান্য কর্পূর এবং গোলাপজল ৷ এই মিশ্রণ কপালে প্রলেপের মতো লাগালে উদ্বেগ বা অতিরিক্ত চিন্তার সময় আরাম লাগে ৷
advertisement
4/7
চন্দনের সুগন্ধে মানসিক প্রশান্তি পাওয়া যায় ৷
advertisement
5/7
ব্রণ ও অ্যাকনের হাত থেকে মুক্তি দিতে চন্দনের মিশ্রণ অব্যর্থ ৷ ব্রণর দাগ তুলতে চন্দনের ফেসপ্যাক খুব কার্যকর ৷ ত্বকের ঔজ্বল্যের পাশাপাশি ডার্ক সার্কল তুলতেও চন্দন জুড়িহীন ৷
advertisement
6/7
অনেক সময় কালশিটে বা পুরনো আঘাতের জন্য ত্বকের কোনও কোনও অংশের বর্ণ পাল্টে যায় ৷ সে ক্ষেত্রেও চন্দনপ্রলেপ ব্যবহারে সমস্যার সমাধান হয় ৷
advertisement
7/7
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sandalwood Paste in Beauty Care: গরমে ত্বকের সমস্যায় জেরবার ব্যবহার করুন চন্দনের প্রলেপ, আরাম পাবেন নিমেষে