Gas Cylinder Safety Measures: গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ভয়? বিপদ এড়াতে মেনে চলুন এই সহজ নিয়ম
- Reported by:PIYA GUPTA
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Gas Cylinder Safety Measures: হোসপাইপ, রেগুলেটর, গ্যাস লাইট ইত্যাদি থেকে হতে পারে লিক। এ গ্যাস নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে।
advertisement
1/6

কেন এই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় জানেন কি? জানা যায় , গ্যাস লিক হলেই দুর্ঘটনা ঘটে থাকে। হোসপাইপ, রেগুলেটর, গ্যাস লাইট ইত্যাদি থেকে হতে পারে লিক। এ গ্যাস শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে। (প্রতিবেদন : পিয়া গুপ্তা)
advertisement
2/6
সিলিন্ডার বিস্ফোরণ থেকে বাঁচতে যা করবেন জেনে নিন৷ রান্নার পর অবশ্যই গ্যাসের সিলিন্ডারের পাশে সুইচ বন্ধ রাখতে হবে।গ্যাসের সিলিন্ডার জ্বালিয়ে রাখলে এক তো গ্যাসের অপচয় হয়, অন্যদিকে ঘরে গ্যাস জ্বালিয়ে রাখলে যদি রান্নাঘরের জানালা বন্ধ থাকে তবে সারা ঘরে গ্যাস ছড়িয়ে পড়তে পারে। হতে পারে গ্যাস বিস্ফোরণ।
advertisement
3/6
গ্যাসের পাইপ লিক আছে কি না দেখে নিন ।সিলিন্ডার লিক হচ্ছে কি না,তা নিয়মিত পরীক্ষা করতে হবে। এটা করার জন্য সাবানের গুঁড়া, জল মিশিয়ে ফেনা তৈরি করুন। এবার ফেনা হোসপাইপ, রেগুলেটর, ভাল্ব ইত্যাদিতে লাগান। যদি দেখেন সাবান-জলের ফোঁটা বড় হচ্ছে, তাহলে বুঝবেন লিক হচ্ছে গ্যাস। দ্রুত ব্যবস্থা নিন।
advertisement
4/6
রাতে গ্যাস অফ করে ঘুমাবেন৷ এছাড়াও সিলিন্ডারের গ্যাস খুব বাজে গন্ধযুক্ত। লিক হলে খুব উৎকট গন্ধ ছড়িয়ে পড়ে। তাই এমন উৎকট গন্ধ পেলে আগুন তো জ্বালাবেন না, উল্টো ঘরের বিদ্যুৎ লাইন বন্ধ করে দিন। প্রয়োজনে মেইন সুইচ বন্ধ করুন।
advertisement
5/6
দেশলাই, মোমবাতি বা আগুনের অন্য কিছু জ্বালানো যাবে না কোনও ভাবেই। ঘরের দরজা-জানালা খুলে বাতাস যাতায়াতের ব্যবস্থা করুন।এইভাবেই কিছু কিছু সতর্কতা মেনে চললে আপনি গ্যাস বিস্ফোরণের দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারবেন।
advertisement
6/6
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gas Cylinder Safety Measures: গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের ভয়? বিপদ এড়াতে মেনে চলুন এই সহজ নিয়ম