Sacred Trees: বাড়ির কাছে এই পবিত্র গাছগুলি আছে কি? এদের অবহেলা করবেন না, সৌভাগ্য আসবেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sacred Trees: প্রাচীন আচার ও বিশ্বাসে বিশেষ স্থান অধিকার করে আছে গাছপালা ও বনজ বনস্পতি।
advertisement
1/9

প্রাচীন রীতিনীতি ও ধর্মবিশ্বাসে প্রকৃতির বিশেষ গুরুত্ব রয়েছে। ভারতীয় সংস্কৃতিতেও এর অন্যথা হয়নি। প্রাচীন আচার ও বিশ্বাসে বিশেষ স্থান অধিকার করে আছে গাছপালা ও বনজ বনস্পতি।
advertisement
2/9
ভারতীয় সংস্কৃতিতে পুরাতনী মতে কিছু গাছকে পবিত্র বলে মনে করা হয়। বৃক্ষদেবতা হিসেবে এবং অন্যান্য বিভিন্ন পার্বণে তাদের পুজোও করা হয়।
advertisement
3/9
ভারতীয় সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল অশ্বত্থগাছ। এই গাছের শিকড় থেকে শুরু করে পাতা পর্যন্ত সব অংশকেই অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। গাছের প্রতিটি অংশের নানা রকম উপকারিতাও আছে।
advertisement
4/9
বিয়ে-সহ অন্যান্য শুভ কাজে মাঙ্গলিক অনুষ্ঠানে শুভ চিহ্ন প্রতীক হিসেবে মান্যতা দেওয়া হয় কলাগাছকে। শুভকাজে ব্যবহার করা হয় কলাপাতাকে। লক্ষ্মীপুজোয় অনেক বাড়িতেই পূজিত হয় থোড়ের তৈরি পালতোলা নৌকো।
advertisement
5/9
বটগাছ ও বটপাতা শাস্ত্রীয় মতে শুভ এবং মাঙ্গলিক। বটবৃক্ষে দেবতারা অধিষ্ঠান করেন বলে প্রচলিত বিশ্বাস। বট সাবিত্রী ব্রত পালনের সময় গৃহিণীরা পুজো করেন বটগাছের।
advertisement
6/9
নিমগাছের ওষধিগুণের কোনও শেষ নেই। এই গাছের প্রতি অংশ কোনও না কোনও উপকারে ব্যবহৃত হয়। প্রাচীন মতানুসারে নিমগাছও অত্যন্ত শুভ।
advertisement
7/9
ভারতের উপকূলীয় অংশের জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ নারকেল গাছ। এই গাছের কোনও অংশই অপচয় হয় না। এই গাছকেও অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
advertisement
8/9
বেলগাছের ফল পরিচিত শ্রীফল নামেও। বেলগাছের পাতা ছাড়া আমাদের পুজোপাঠ অসম্পূর্ণ থেকে যায়। বেলগাছকেও অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়।
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sacred Trees: বাড়ির কাছে এই পবিত্র গাছগুলি আছে কি? এদের অবহেলা করবেন না, সৌভাগ্য আসবেই