Saag Leaves Benefits: সস্তা শাকে মস্ত উপকার! নির্বংশ হবে জটিল রোগ, 'এই' শাকের পরোটার রেসিপি জেনে নিন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Saag Leaves Benefits: বেতো সাধারণত ক্ষেতে পাওয়া যায়, যা স্বাস্থ্যকর। অধিকাংশ মানুষ বেতো রায়তা তৈরি করে খায়। এছাড়াও পরোটা তৈরি করে খায় অনেকে।
advertisement
1/9

শাকসব্জি শুনে অনেকেই নাক সিঁটকান। কিন্তু শাকের উপকারিতার কথা মাথায় প্রত্যেকের শাক খাওয়া উচিত। তবে কেবল গুণাবলির কথা হচ্ছে না। শাকের সুস্বাদ অতুলনীয়। এমন একটি শাকের কথা বলা হবে, যার উপকারিতা এবং স্বাদ নজরকাড়া।
advertisement
2/9
নানা ধরনের শাকের মধ্যে কম নাম শোনা যায় এই শাকের। বেতো অথবা বাথুয়া শাক। এই শাকের পরোটা খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও সমান উপকারী। তবে বেতো শাক বেশি পাওয়া যায় শীতের মরশুমে।
advertisement
3/9
বেতো সাধারণত ক্ষেতে পাওয়া যায়, যা স্বাস্থ্যকর। অধিকাংশ মানুষ বেতো রায়তা তৈরি করে খায়। এছাড়াও পরোটা তৈরি করে খায় অনেকে।
advertisement
4/9
চিকিৎসক সিদ্ধার্থ চৌহান বলেছেন, ‘‘শীতে বেতো খাওয়া উচিত। এতে অনেক উপকার পাওয়া যায়। এটি আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এটি ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, ফসফরাস, সোডিয়াম এবং জিঙ্ক সমৃদ্ধ।’’
advertisement
5/9
ডায়াবেটিসের রোগীদের জন্য এই শাক অত্যন্ত উপকারী। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এছাড়া ওজন কমানোর ক্ষেত্রেও এই শাকপাতা কার্যকরী।
advertisement
6/9
বেতো শাকের পরোটার রেসিপি জেনে রাখুন শীতের আগেই। প্রথমে বেতো শাক ভাল করে ধুয়ে কেটে নিন। এবার একটি প্যানে জল গরম করুন অল্প আঁচে। এর মধ্যে বেতো শাক ও আলু দিয়ে ফোটাতে থাকুন।
advertisement
7/9
প্যানটি ঢেকে রাখুন এবং পাতা নরম না হওয়া পর্যন্ত রান্না করুন। পাতা সিদ্ধ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। এবার একটি বড় পাত্রে ময়দা চেলে তাতে জিরার গুঁড়া, সেলারি, এক চিমটি হিং এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
advertisement
8/9
এরপর সিদ্ধ বেতো শাক ছেঁকে জল বের করে ময়দার সঙ্গে মিশিয়ে নিন। এরপরে সেদ্ধ আলু ম্যাশ করুন এবং মিশ্রণে যোগ করুন এবং ভালভাবে মেশান।
advertisement
9/9
তারপর কাঁচা লঙ্কা কেটে কেটে মিশিয়ে দিন এবং সবকিছু ভালভাবে মেখে নিন। এবার এই ময়দাটা ভালো করে মাখিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দশ মিনিট রাখুন। এর পর পরোটা বানিয়ে নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Saag Leaves Benefits: সস্তা শাকে মস্ত উপকার! নির্বংশ হবে জটিল রোগ, 'এই' শাকের পরোটার রেসিপি জেনে নিন