TRENDING:

Rose: পোকামাকড় ধারে-কাছে ঘেঁষবে না...! এই 'তুক' করলেই চোখ ধাঁধিয়ে দেবে গোলাপ গাছ! ফুলে ফুলে ভরে যাবে সাজি

Last Updated:
Rose: গোলাপ ভালো লাগে বলে বাড়িতে গাছ এনে লাগিয়ে দিলেন! কী ভাবে দেখাশোনা করবেন না জানলেই মিস।
advertisement
1/5
পোকামাকড় ধারে-কাছে ঘেঁষবে না...! এই 'তুক' করলেই চোখ ধাঁধিয়ে দেবে গোলাপ গাছ!
অনেকেরই প্রিয় ফুল গোলাপ।বিবাহ থেকে বিভিন্ন অনুষ্ঠানে গোলাপ ফুলের চাহিদা থেকে তুঙ্গে।শীতে খুব শখ করে গোলাপ গাছ কিনে এনে লাগান বাগানে।তবে গরম পড়তেই গোলাপ গাছ ঝিমিয়ে পড়ে, কারও কারও গাছের পাতা পুড়ে যেতে শুরু করে। আসলে শীতের গাছ হলেও গোলাপ গাছকে বারোমাস বাঁচিয়ে রাখা সম্ভব।
advertisement
2/5
এই বিষয়ে আমাদের জানিয়েছেন গোলাপ ফুল চাষি সুদীপ্ত মন্ডল।সবার আগে চেষ্টা করুন গোলাপ গাছকে সরাসরি রোদ থেকে সরিয়ে কোনও ছাওয়া জায়গায় নিয়ে আসার সকালের নরম রোদ পড়লেই হবে। এতে গাছ অনেকটাই আরাম পাবে।
advertisement
3/5
সময় মত গাছের পাতা এবং অবশিষ্ট ডাল গুলো কেটে ফেলুন।তবে কাটার সময় খুব সাবধানে কাটতে হবে।
advertisement
4/5
মূলত গ্রীষ্ম কালে গোলাপ শীতঘুমে না থাকলেও, শীতে টানা ফুল দেওয়ার পর কিছুটা বিশ্রাম নেয়। তাই গরমের সময় গাছকে খাবার দেওয়ার সময় খুব জটিল খাবার বা রাসায়নিক সার না দেওয়াই ভালো।
advertisement
5/5
আর ঠিক এই সময় গাছের মধ্যে যেনো পোকা মাকড় না লাগে সেই দিকে খেয়াল রাখতে হবে।কারণ অনেক সময় দেখা যায় গোলাপ গাছে মাকড়সা জাল বাঁধে।সেই জাল সরিয়ে ফেলতে হবে।আর ভোর বেলায় অথবা সন্ধ্যা নামার পরে গাছে জল দেওয়া প্রয়োজন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rose: পোকামাকড় ধারে-কাছে ঘেঁষবে না...! এই 'তুক' করলেই চোখ ধাঁধিয়ে দেবে গোলাপ গাছ! ফুলে ফুলে ভরে যাবে সাজি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল