Rose Gardening Tips: সাধের গোলাপ গাছে ফুলই আসে না? সার ছাড়ুন, গোড়ায় দিন 'এই' জিনিস, ফুল উপচে পড়বে দু'দিনে!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Rose Gardening Tips: যাঁরা বাগান করতে ভালবাসেন তাঁদের বাগানে অন্তত একটি করে গোলাপ গাছ থাকেই। একাধিক জাতের গোলাপ গাছ রয়েছে, এমন বাগানও কম নয়। কিন্তু ফুল আর হয় কটি গাছে? জেনে নিন গোলাপ চাষের সহজ উপায়।
advertisement
1/9

গোলাপ ভালবাসেন না এমন মানুষ কম। যাঁরা বাগান করতে ভালবাসেন তাঁদের বাগানে অন্তত একটি করে গোলাপ গাছ থাকেই। একাধিক জাতের গোলাপ গাছ রয়েছে, এমন বাগানও কম নয়। কিন্তু ফুল আর হয় কটি গাছে?
advertisement
2/9
গোলাপ বাগান করেন যাঁরা তাঁদের বেশিরভাগই ভোগেন একই সমস্যায়। গাছ তো আছে, ফুল তো মোটেই ধরে না!একটা দুটো গোলাপ হয়ে ঝরে যায় অকালে, আর ফুলই আসে না গাছে। কেন এই হাল? উপায় কি নেই?
advertisement
3/9
আছে। এই প্রতিবেদনে আপনাকে জানাব, কী ভাবে গোলাপগাছে প্রচুর ফুল আনবেন। গাছের গোড়ায় দিতে হবে শুধু এক বিশেষ জিনিস। জানেন সেটা কী?
advertisement
4/9
কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে জলে ভিজিয়ে রাখুন দু'দিন। সেই জল গোলাপ গাছের গোড়ায় দিলে কয়েক দিনের মধ্যেই ফুল ফুটতে শুরু করবে।
advertisement
5/9
ব্যবহার করতে পারেন ডিমের খোসাও। খোসা ধুয়ে গুঁড়ো করতে হবে। তার পর গোলাপের গোড়ায় মাটি সরিয়ে ঢেলে দিতে হবে।
advertisement
6/9
গোলাপ গাছের গোড়া থেকে কিছু মাটি বের করে রোদে রাখতে হবে। এর পর গোবর মিশিয়ে দিতে হবে গাছের গোড়ায়।
advertisement
7/9
আছে আরও উপায়। একটি পাত্রে এক চামচ ফটকিরি দিন। এভাবে সারা রাত রেখে দিন। সকালে এই জল গোলাপ গাছের গোড়ায় দিন। ফুল আসবে কয়েকদিনের মধ্যেই।
advertisement
8/9
এক গ্লাস জল নিন এবং তাতে সালফার যোগ করুন। সালফার আর পটাশ পাওয়া মাত্রই গোলাপের শিকড় সজীব হতে শুরু করে।
advertisement
9/9
কফির দানাও ব্যবহার করতে পারেন গোলাপ গাছের শিকড়ে। গুঁড়ো করে নিন কফি। সেটিও ভাল সার, দিন গাছের গোড়ায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rose Gardening Tips: সাধের গোলাপ গাছে ফুলই আসে না? সার ছাড়ুন, গোড়ায় দিন 'এই' জিনিস, ফুল উপচে পড়বে দু'দিনে!