TRENDING:

Benefits of Rose: রাত পোহালেই গোলাপ দিবস! প্রেমের এই ফুল ওজনও কমায়...প্রেমিকাকে দেওয়ার আগে জানুন এর ভেষজ গুণ

Last Updated:
Benefits of Rose: গোলাপের ভেষজ এবং ওষধি গুণও প্রচুর। আয়ুর্বেদিক শাস্ত্রে দীর্ঘ দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে গোলাপ।
advertisement
1/8
রাত পোহালেই Rose Day! এই ফুল ওজনও কমায়...প্রেমিকাকে দেওয়ার আগে জানুন এর ভেষজ গুণ
রাত পোহালেই গোলাপ দিবস। এই দিন থেকেই মনের মানুষকে গোলাপ দিয়ে প্রেমের সপ্তাহ উদযাপন শুরু হয়।
advertisement
2/8
শুধু প্রেমের প্রতীকই নয়। গোলাপের ভেষজ এবং ওষধি গুণও প্রচুর। আয়ুর্বেদিক শাস্ত্রে দীর্ঘ দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে গোলাপ।
advertisement
3/8
গোলাপের পাপড়ি রান্নায় দেওয়া হয়। গোলাপের পাপড়ি শুকিয়ে তৈরি করা হয় গুলকন্দ। এই উপকরণের ভেষজ উপকারিতার গুরুত্ব প্রচুর। বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর।
advertisement
4/8
গোলাপ পাপড়ি পিত্তদোষ দূর করে। শরীরকে শীতল করে তোলে। শারীরিক ভারসাম্য রক্ষা করে। পরিপাক প্রক্রিয়া ও মেটাবলিজমের হার বজায় রাখে।
advertisement
5/8
আয়ুর্বেদশাস্ত্রে একে বলা হয় শতপত্রী। নানাভাবে গোলাপ ব্যবহার করা হয় রান্নায়। মেটাবলিজম হার বাড়িয়ে ওজন কমাতেও সাহায্য করে গোলাপের গুণ।
advertisement
6/8
আলস্য, ক্লান্তি, পেট ব্যথা, মুখে ঘা, পেটে ব্যথা, মাথা ব্যথা, নাক থেকে রক্তক্ষরণ, চোখ ফোলা, রোদে পোড়া এসব সমস্যা থেকেও সহজে মুক্তি পেতে পান করতে পারেন গোলাপের হার্বাল টি।
advertisement
7/8
গলা ব্যথা অথবা অতিরিক্ত কাশি কমাতে চাইতে শুকনো গোলাপের পাপড়ি জলে ফুটিয়ে ছেঁকে সেই জলে গার্গল করলে উপশম পাবেন।
advertisement
8/8
গোলাপের সুঘ্রাণ মানসিক উদ্বেগ দূর করে। মনকে প্রশান্ত করে। অনিদ্রা সমস্যা দূর করে ঘুম আসতে সাহায্য করে গোলাপের মিষ্টি গন্ধ। চুল ও ত্বকের যত্নে অদ্বিতীয় গোলাপ জল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Rose: রাত পোহালেই গোলাপ দিবস! প্রেমের এই ফুল ওজনও কমায়...প্রেমিকাকে দেওয়ার আগে জানুন এর ভেষজ গুণ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল