Benefits of Rose: রাত পোহালেই গোলাপ দিবস! প্রেমের এই ফুল ওজনও কমায়...প্রেমিকাকে দেওয়ার আগে জানুন এর ভেষজ গুণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Benefits of Rose: গোলাপের ভেষজ এবং ওষধি গুণও প্রচুর। আয়ুর্বেদিক শাস্ত্রে দীর্ঘ দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে গোলাপ।
advertisement
1/8

রাত পোহালেই গোলাপ দিবস। এই দিন থেকেই মনের মানুষকে গোলাপ দিয়ে প্রেমের সপ্তাহ উদযাপন শুরু হয়।
advertisement
2/8
শুধু প্রেমের প্রতীকই নয়। গোলাপের ভেষজ এবং ওষধি গুণও প্রচুর। আয়ুর্বেদিক শাস্ত্রে দীর্ঘ দিন ধরে ব্যবহৃত হয়ে আসছে গোলাপ।
advertisement
3/8
গোলাপের পাপড়ি রান্নায় দেওয়া হয়। গোলাপের পাপড়ি শুকিয়ে তৈরি করা হয় গুলকন্দ। এই উপকরণের ভেষজ উপকারিতার গুরুত্ব প্রচুর। বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর।
advertisement
4/8
গোলাপ পাপড়ি পিত্তদোষ দূর করে। শরীরকে শীতল করে তোলে। শারীরিক ভারসাম্য রক্ষা করে। পরিপাক প্রক্রিয়া ও মেটাবলিজমের হার বজায় রাখে।
advertisement
5/8
আয়ুর্বেদশাস্ত্রে একে বলা হয় শতপত্রী। নানাভাবে গোলাপ ব্যবহার করা হয় রান্নায়। মেটাবলিজম হার বাড়িয়ে ওজন কমাতেও সাহায্য করে গোলাপের গুণ।
advertisement
6/8
আলস্য, ক্লান্তি, পেট ব্যথা, মুখে ঘা, পেটে ব্যথা, মাথা ব্যথা, নাক থেকে রক্তক্ষরণ, চোখ ফোলা, রোদে পোড়া এসব সমস্যা থেকেও সহজে মুক্তি পেতে পান করতে পারেন গোলাপের হার্বাল টি।
advertisement
7/8
গলা ব্যথা অথবা অতিরিক্ত কাশি কমাতে চাইতে শুকনো গোলাপের পাপড়ি জলে ফুটিয়ে ছেঁকে সেই জলে গার্গল করলে উপশম পাবেন।
advertisement
8/8
গোলাপের সুঘ্রাণ মানসিক উদ্বেগ দূর করে। মনকে প্রশান্ত করে। অনিদ্রা সমস্যা দূর করে ঘুম আসতে সাহায্য করে গোলাপের মিষ্টি গন্ধ। চুল ও ত্বকের যত্নে অদ্বিতীয় গোলাপ জল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Benefits of Rose: রাত পোহালেই গোলাপ দিবস! প্রেমের এই ফুল ওজনও কমায়...প্রেমিকাকে দেওয়ার আগে জানুন এর ভেষজ গুণ