English Term for Jamrul : শুগার থেকে হাইপ্রেশারের মহৌষধ! অতি পরিচিত জামরুলকে ইংরেজিতে কী বলা হয় জানেন?
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Health Benefits of Jamrul : জামরুলের গুণ প্রচুর৷ বহু অসুখের ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহৃত হয় জামরুল ৷
advertisement
1/8

বাংলার পরিচিত ফল বলেই জামরুল পরিচিত ৷ কিন্তু আম, জাম, লিচু কাঁঠালের তুলনায় এই ফল কিছুটা কম জনপ্রিয় ৷ অন্যান্য ফলের তুলনায় এর মরশুমও স্তিমিত৷ বেশ কম সময়ের জন্য বাজারে জামরুল দেখা যায় ৷
advertisement
2/8
কিন্তু জামরুলের গুণ প্রচুর৷ বহু অসুখের ঘরোয়া টোটকা হিসেবে ব্যবহৃত হয় জামরুল ৷ ব্রেন ও লিভারের জন্যও এর রস উপকারী ৷ জ্বর নিয়ন্ত্রণে জামরুলের ফুল ও ডায়রিয়া উপশমে খাওয়া হয় এর বীজ ৷
advertisement
3/8
মধুমেহ রোগীদের জন্য জামরুলের বীজ উপকারী৷ পাশাপাশি এই বীজে আছে ব্যথা উপশমকারী গুণও৷ এছাড়া জামরুলে আছে ফেনোলিক্স, ফ্ল্যাভোনয়েডস ও অনেক অ্যান্টিঅক্সিড্যান্ট যৌগ ৷
advertisement
4/8
মদ্যপানে ক্ষতিগ্রস্ত লিভারের চিকিৎসায় কাজে লাগে জামরুলের রস৷ উচ্চরক্তচাপের রোগীদের ডায়েটেও রাখুন জামরুল ৷ কারণ এর উপাদান রক্ত থেকে সোডিয়াম কমিয়ে দেয়৷
advertisement
5/8
অ্যান্টিমাইক্রোবিয়াল গুণসম্পন্ন ও ফাইবারে ভরা এই ফল হজমে সাহায্য করে৷ অক্সিডেটিভ স্ট্রেস, ইনফ্লেম্যাশন, গলার সংক্রমণ, স্কার্ভি, হাঁপানি, ব্রঙ্কাইটিস-সহ একাধিক রোগে জামরুল খেতে বলা হয় ৷
advertisement
6/8
এত পরিচিত ও গুণের আধার জামরুলের ইংরেজি কী বলুন তো? অনেকেই জানেন না বা স্কুলজীবন শেষ হওয়ার পর ভুলে গিয়েছেন জামরুলের ইংরেজি প্রতিশব্দ ৷ এর ইংরেজি হল ‘রোজ অ্যাপল’৷
advertisement
7/8
অনেক সময় জামরুল সাদা ছাড়া লাল রঙেরও হয় ৷ তাই গোলাপের সঙ্গে মিলিয়ে একে রোজ অ্যাপল নামকরণ করা হয়েছে৷ গোলাপজাম ফলকেও রোজ অ্যাপল বলা হয় ৷
advertisement
8/8
জামরুলের মসৃণ গায়ের জন্য একে ‘ওয়্যাক্স অ্যাপল’ নামেও ডাকা হয় ইংরেজিতে৷ জলীয় ভাব বেশি থাকার জন্য জামরুলকে বলা হয় ‘ওয়াটার অ্যাপল’-ও ৷ আসলে গ্রামবাংলার বিভিন্ন ফলের নামকরণে ব্রিটিশদের প্রবণতা ছিল ‘অ্যাপল’ শব্দটি জুড়ে দেওয়া৷ এরকম উদাহরণ খুঁজলে পাওয়া যাবে আরও বেশ কয়েক ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
English Term for Jamrul : শুগার থেকে হাইপ্রেশারের মহৌষধ! অতি পরিচিত জামরুলকে ইংরেজিতে কী বলা হয় জানেন?