এসির 'হাফ' দামেই ঘর হবে বরফ-শীতল...!! শুধু শিখে নিন সহজ, নির্ঝঞ্ঝাট এই 'ট্রিক্সটি', কনকনে ঠান্ডা, গ্যারান্টি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Room Cooling Tricks: যদি আপনি ১ টনের একটা এসি লাগানোর কথা ভাবেন তাহলে কম করে ৩০-৩৫ হাজার টাকা খরচ। সেখানে মাত্র হাজার ৮-১০ হাজার টাকা খরচ করলেই আপনি পেয়ে যাবেন 'এটি'।
advertisement
1/12

জ্বালাধরা গরম শুরু করে দিয়েছে ঝোড়ো ব্যাটিং। বেলা বাড়তেই চড়চড় করে চড়ছে পারদ। দুপুরবেলা বাড়ির বাইরে বেরোলেই চড়া রোদ্দুরে যেন জ্বলে-পুড়ে যাচ্ছে চোখ মুখ চামড়া। চৈত্রমাস শেষ না হতেই গরমের চোটে শোচনীয় অবস্থা বাংলার মানুষের।
advertisement
2/12
এখনও বাকি বৈশাখ-জ্যৈষ্ঠ। এদিকে প্রতি বছরই উত্তরোত্তর বাড়ছে এসির দাম। মধ্যবিত্তের অনেকের পক্ষেই কিন্তু ইচ্ছা থাকলেও এই গরমেও এসি কেনার স্বামর্থ থাকে না। অগত্যা চরম অস্বস্তির মধ্যেই দিন কাটাতে হয়।
advertisement
3/12
কিন্তু আর চিন্তা নেই। আজ এই প্রতিবেদনে শেয়ার করব এমন কিছু কৌশল যার সাহায্যে কিন্তু এসির মাত্র একের তিন ভাগ খরচেই এই তীব্র গরমে চাইলেই আপনার ঘরটিকে বরফের মতো ঠান্ডা করা সম্ভব! কী ভাবে? চলুন এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক বিস্তারিত।
advertisement
4/12
এখন যদি আপনি ১ টনের একটা এসি লাগানোর কথা ভাবেন তাহলে কম করে ৩০-৩৫ হাজার টাকা খরচ। সেখানে মাত্র হাজার ৮-১০ হাজার টাকা খরচ করলেই আপনি পেয়ে যাবেন একটি এয়ার কুলার।
advertisement
5/12
অনেকে হয়ত শুনে নাক সিঁটকোবেন। ভাববেন এয়ার কুলার কি আর এসির মতো ঠান্ডা হাওয়া দেবে? এই ধারণাটি কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। বরং কিছু ট্রিকস জানা থাকলে এসির মতো ঠান্ডা হবে ঘর। শুধু জেনে নিন কী কী করবেন। কী ভাবে ছোট্ট কাজেই সমস্যার সমাধান পাবেন।
advertisement
6/12
ফোমের পরিবর্তে ঘাস ব্যবহার করুন – কুলার ঠান্ডা রাখার জন্য, আপনি এর চারপাশে ঘাস লাগাতে পারেন, যদিও এটি ঘন ঘন পরিবর্তন করতে হয়। তবে দামে খুব সস্তা এবং এটি কুলারকে এসির মতো ঠান্ডা হাওয়া দিতে সাহায্য করে।
advertisement
7/12
বরফের বোতল – দুটি বোতলে জল ভরে ফ্রিজে রাখুন। একবার বরফ হয়ে গেলে, সেগুলো বের করে না খুলে কুলারে রেখে দিন। এইভাবে, আপনার কুলারের জল সম্পূর্ণ ঠান্ডা থাকবে। সেই কুলার থেকে যে হাওয়া বেরোবে তাও হবে বরফের মতো ঠান্ডা। আবার চাইলে জলে কিছু বরফের টুকরো ফেলে দিতে পারেন। কনকনে ঠান্ডা গ্যারান্টি।
advertisement
8/12
প্রথমে জলের পাম্প চালু করুন – কুলার চালানোর সময়, যদি ঠান্ডা হাওয়া উপভোগ করতে চান, তাহলে একই সঙ্গে ফ্যান এবং জলের পাম্প চালু করা উচিত নয়। পরিবর্তে, কিছুক্ষণের জন্য জলের পাম্পটি চালু করুন, যাতে এর দেয়ালগুলি ভিজে যায়। তারপরে ফ্যান চালু করলে কুলারটি ঠান্ডা হাওয়া দেবে।
advertisement
9/12
কুলারের সামনে একটা ভেজা কাপড় রাখুন – কুলারের সামনে একটি ভেজা কাপড় ঝুলিয়ে রাখুন। এটি বাতাসকে ঠান্ডা করতে সাহায্য করবে। এতে যে হাওয়া বেরিয়ে আসে তা খুবই আরামদায়ক।
advertisement
10/12
কুলারটি সঠিক জায়গায় রাখুন – কুলার এমন জায়গায় রাখুন যেখানে তাজা হাওয়া প্রবেশ করতে পারে। আবদ্ধ স্থানে কুলার সঠিকভাবে কাজ করে না। খোলা জানালা বা দরজার কাছে রাখুন। এতে ভাল ফল পাবেন।
advertisement
11/12
কুলার পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ – নিয়মিত কুলার প্যাড পরিষ্কার করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন। নোংরা প্যাড হাওয়াকে ঠান্ডা করতে পারে না, তাই নিয়মিত পরিষ্কার করলে কুলার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায় এবং ঠান্ডা হাওয়া সরবরাহ করে।
advertisement
12/12
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
এসির 'হাফ' দামেই ঘর হবে বরফ-শীতল...!! শুধু শিখে নিন সহজ, নির্ঝঞ্ঝাট এই 'ট্রিক্সটি', কনকনে ঠান্ডা, গ্যারান্টি