Roof Top Garden: ছাদ বাগান সাজিয়ে তুলবেন কী কী গাছে? রইল তালিকা
- Published by:Rukmini Mazumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
সব থেকে ভাল হল ছাদে ওষধিগুণ বিশিষ্টগাছ লাগানো। অ্যালোভেরা, তুলসি, থানকুনি, চিরতার মত গাছ ছাদে ভাল হয়
advertisement
1/6

বাড়ির ছাদ সুন্দর করতে ছাদ বাগান বানাতে চান? কিন্তু কি গাছ লাগাবেন বুঝতে পারছেন না? রইল গাছের খোঁজ।
advertisement
2/6
বাড়ির ছাদে খুব নরম প্রকৃতির গাছ লাগাবেন না। ছাদের প্রখর রৌদ্র নরম প্রকৃতির গাছ সহ্য করতে পারে না। সে ক্ষেত্রে বড় গাছের বনসাই লাগানো ভাল।
advertisement
3/6
যে-কোনওরকম ফুল যেমন গোলাপ, বেলী, টগর, জুঁই, গন্ধরাজ, জবা, জারবেরা গাছ লাগাতে পারেন। এছাড়াও লাগাতে পারেন ধনেপাতা, পুদিনাপাতা, কারিপাতার গাছ।
advertisement
4/6
পেয়ারা, বারোমাসে লেবু (কাগজি, সিডলেস, এলাচি), মালটা, কমলা, কুল (টক ও মিষ্টি), ডালিম, ড্রাগন ফ্রুটের গাছ লাগাতে পারেন ছাদে।
advertisement
5/6
ক্যাপসিকাম, শিম, শসা, উচ্ছে, পটল, লাউ, ব্রোকলি গাছ ছাদে লাগানো যায়। পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ গাছও লাগাতে পারেন।
advertisement
6/6
সব থেকে ভাল হল ছাদে ওষধিগুণ বিশিষ্টগাছ লাগানো। অ্যালোভেরা, তুলসি, থানকুনি, চিরতার মত গাছ ছাদে ভাল হয়।